১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৪:০৮:৪৪ অপরাহ্ন


বিধিলিপি
সুলতানা রিজিয়া
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
বিধিলিপি


শহর তুমি স্বার্থপর

শ্রম খেয়েছো সস্তা দরে,

সব হারিয়ে নিঃস্ব যারা

বসত তাদের নিচ্ছো কেড়ে।


সাবলেটে কিম্বা গাদাগাদি

অট্টালিকার আশপাশে,

টিনশেডের চৌকি-খাটে

ফিরতো শুধু  ঘুমের আশে।


স্বল্পমূল্যের আসন-বসন

পেট পকেটের করুণ দশা,

ঘাম ঝরিয়ে সদাইপাতি

রাত্রিযাপন সঙ্গী মশা।


গৈ-গেরামে রক্তের টান

কায়িকশ্রমে থাকতো ভুলে,

মাসান্তে সঞ্চয়ের হিসাব

জমিয়ে রাখতো বাঁচার মূলে।


বিধিলিপির ভাগ্যচক্রে

কেউবা রাজা কিম্বা প্রজা

শিাদীা জ্ঞান-গরিমা

খোদার কাছে হিসাব সোজা।


শেয়ার করুন