০৩ মে ২০১২, শুক্রবার, ৬:৫৩:৪৪ পূর্বাহ্ন


ব্রঙ্কসে যুবলীগের স্বাগতম ও কৃতজ্ঞতা সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
ব্রঙ্কসে যুবলীগের স্বাগতম ও কৃতজ্ঞতা সভা বক্তব্য রাখছেন মিসবাহ আহমেদ


সংগঠনকে গতিশীল করতে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি হচ্ছে। এজন্য যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুক্তরাষ্ট্র যুবলীগ নেতাদের বায়োডাটা আহ্বান করেছেন। ২০ থেকে ২৮ মার্চের মধ্যে এই বায়োডাটা পাঠাতে বলা হয়েছে। সত্যিকারের ত্যাগী নেতারা যাতে নতুন কমিটিতে জায়গা করে নিতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখে ১৯ মার্চ যুবলীগ নেতারা ব্রঙ্কসের স্টারলিংয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।

নিউইয়র্ক স্টেট যুবলীগের সাবেক সভাপতি শেখ জামাল হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান, স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি নূর হোসেন ফরহাদ, সাবেক ব্রঙ্কস বরো যুবলীগের সভাপতি শাহীন কামালি, যুবলীগ নেতা জামাল আহমেদ, কাজী লায়েক আহমেদ, মোহাম্মদ আজাদুল কবির, মো. মহিবুর রহমান, রিটন সরকার, সুয়েব আহমেদ, সরাফত আলী পাটোয়ারি (স্বপন), মো. মনির উদ্দিন, মো. ফাহিম আহমেদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক-এগারোসহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার দুর্দিনে অকুতোভয় সৈনিক হিসেবে যারা পাশে ছিলেন এই কমিটিতে তাদের অবশ্যই স্থান পেতে হবে। এর ব্যতিক্রম হলে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতারা তা মেনে নেবে না।

শেয়ার করুন