২০ এপ্রিল ২০১২, শনিবার, ০১:৫০:৪৭ অপরাহ্ন


ব্যাটিং ব্যর্থতা আইরিশদের, মুশফিকের সেঞ্চুরী
বাংলাদেশের চোখে ইনিংস ব্যবধানে জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
বাংলাদেশের চোখে ইনিংস ব্যবধানে জয় সেঞ্চুরীর পর মুশফিক /ছবি সংগৃহীত


আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনেই জয়ের অবস্থান তৈরী করে ফেলেছে বাংলাদেশ। প্রথম দিনে প্রথম ব্যাটিং করতে নেমে সুবিধা করতে না পারা সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ। হারিয়ে ফেলছে একের পর এক উইকেট। পরিস্থিতি এমন অবস্থায়, যে বাংলাদেশ নতুন মাইন্ড সেট করেছে ইনিংস ব্যবধানে জয়ের। অপরদিকে আইরিশদের টার্গেট ইনিংস ব্যবধানে হার এড়িয়ে অন্তত ভাল একটা ব্যাটিংয়ের। এ দুই টার্গেটে তৃতীয় দিনের খেলা শুরু হবে মিরপুর শেরেবাংলায়। 

দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড চার উইকেট হারিয়ে ২৭ রান করেছে। ইনিংস পরাজয় এড়াতে এখনও প্রয়োজন তাদের ১২৮ রান। যে লক্ষ্যে তৃতীয় দিন নামবে তারা। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড অল লাউট হয়েছিল ২১৪ রানে। সাকিব বোলিংই করেননি সেখানে। এরপর খেলতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে মুশফিকের সেঞ্চুরীতে ৩৬৯ রান। মুশফিক ১২৬ ও সাকিব করেছিলেন ৮৭ রান। মুশফিক এক ছক্কা ও ১৫ চারের সাহায্যে ওই রান করেন।  এছাড়া মেহেদি হাসান মিরাজের ৫৫ রান উল্লেখযোগ্য। 


শেয়ার করুন