২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৪:৫০:৬ পূর্বাহ্ন
শিরোনাম :


বিএনপি মহাসচিব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৩
বিএনপি মহাসচিব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ


বিদ্যুৎ ,গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (শনিবার) সারাদেশের সকল মহানগরের থানা ও জেলার উপজেলা পর্যায়ে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ বিএনপি’র শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য আব্দুর রহিম, সাবেক সদস্য আবদুল গফুর, পূর্বধলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ কমান্ডার, পূর্বধলা উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান  বাদশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলেমান কবীর পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রফিক ও সেলিম সহ ১৩ জন, মিরপুর থানাধীন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ জসিম, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক-ফয়সাল আহমেদ ও থানা শ্রমিকদল নেতা-মোঃ বাবু, কুষ্টিয়া জেলাধীন কুমারখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-রবিউল শরীফ ও আবুল কাশেম, হাতিরঝিল থানাধীন ২৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সোহেল ও ২২ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ বেল্লাল হোসেনকে গ্রেফতার এবং যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি’র কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ, নাটোর জেলাধীন সদর উপজেলায় সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল আলম আবুল, ফেনী জেলাধীন দাগণভূঁইয়া উপজেলা বিএনপি’র বিএনপি’র সভাপতি-আকবর হোসেন আকবর সহ ১০/১২ জন নেতাকর্মী, ভোলা জেলার মনপুরা উপজেলায় মনপুরা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মান্নান হাওলাদার, মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি-এ্যাড. সালাউদ্দিন প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক-মোঃ সামছুদ্দিন মোল্লাসহ ১৫/২০ জন নেতাকর্মী, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে ফেরার পথে মানিকগঞ্জ জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ হাজী আব্দুল হক মোল্লার গাড়ী সহ ৬টি মোটর সাইকেল ভাংচুর, শরীয়তপুর জেলাধীন ভেদরগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়ীঘর ভাংচুরসহ ১০ জনের অধিক নেতাকর্মীকে আহত করা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। রাষ্ট্রক্ষমতা সামলাতে নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে নাা। বিএনপিকে নানাভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্ত করার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই উল্লিখিত নেতৃবৃন্দকে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আহত করা হয়েছে। দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত বর্তমান শাসকগোষ্ঠী অব্যাহত গতিতে নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করছে। বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃনা এতটাই তীব্র মাত্রা লাভ করেছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপয্ক্তু জবাব দিবে। সেজন্য জনমতকে অগ্রাহ্য করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে জোর করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় আওয়ামী সরকার। আর সেজন্যই দু:শাসনের বিরুদ্ধে সোচ্চার বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সবধরণের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে। কর্তৃত্ববাদী সরকার তাদের সকল অন্যায় এবং দেশবিরোধী কর্মকান্ড থেকে জনদৃষ্টিকে ভিন্নদিকে সরানোর জন্য বেপরোয়া গতিতে দেশব্যাপী হামলা-মামলা, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করা শুরু করেছে। কিন্তু এভাবে নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার নিজেদেরকে রক্ষা করতে পারবে না, কারণ জনগণ এখন ক্ষমতাসীন ফ্যাসিষ্ট সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে।

বিএনপি’র কেন্দ্র ঘোষিত আজকের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেফতার ও আহত করার পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।” 


শেয়ার করুন