২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৮:৪১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


বদরুল-মঈনুল পরিষদের নির্বাচনী সভা
জালালাবাদবাসীর স্বপ্ন পূরণের অঙ্গীকার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
জালালাবাদবাসীর স্বপ্ন পূরণের অঙ্গীকার মঞ্চে অতিথিবৃন্দ


জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সবাই নেতৃত্বের যোগ্য। তার মধ্যে বদরুল-মঈনুল পরিষদ সুযোগ্য নেতৃত্ব দানকারী প্যানেল। এই প্যানেল সবার সেরা প্যারেণ। এই প্যানেল নির্বাচিত হলে জালালাবাদবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন জালালাবাদ ভবন প্রতিষ্ঠিত হবে। জালালাবাদবাসীর স্বপ্ন পূরণে জালালাবাদবাসীর উচিত আগামী ৫ জনের নির্বাচনে এই প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করা। গত এক সপ্তাহে বদরুল-মঈনুল প্যানেল বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্ক, ব্রঙ্কস, জ্যামাইকা, নিউজার্সি, এস্টোরিয়া এবং জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়।

গত ২৬ মে ওজন পার্কের দেশি সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত বদরুল-মঈনুল পরিষদের নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ। কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন অনেক পূর্বে হওয়ার কথা ছিল। কেন যে হয়নি জানি না। বদরুল-মঈনুল পরিষদ জয় যুক্ত হলে সে আশা পূর্ণ হবে। সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মওলানা সাইফুল আলম সিদ্দিকী। নির্বাচনী সভায় বদরুল-মঈনুল পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মিছবাহ মজিদ বলেন, বদরুল-মঈনুল পরিষদের সভাপতি বদরুল হোসেন খান, সেক্রেটারি মঈনুল ইসলাম, কোষাধ্য মোহাম্মদ আলীম, সহ-সভাপতি (সিলেট) লোকমান হোসেন (লুকু), সাংগঠনিক সম্পাদক ইফজাল চৌধুরীকে আগামী ৫ জুন ভোট দিয়ে জয়যুক্ত করুন।

সভাপতি প্রার্থী বদরুল হোসেন খান বলেন, তিনবারের সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে যেটা সম্ভব হয়নি। সে ব্যর্থতা আমাকে পীড়া দিচ্ছে। আগামী ৫ জুন নির্বাচনে আমিসহ সেক্রেটারি মঈনুল ইসলাম, কোষাধ্য মোহাম্মদ আলীম, সহ-সভাপতি (সিলেট) লোকমান হোসেন লুকু, সাংগঠনিক সম্পাদক ইফজাল চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করা হলে জালালাবাদের ৩৫ বছরের স্বপ্ন ১০০দিনের মধ্যে জালালাবাদের নিজস্ব ভবন জালালাবাদবাসীকে উপহার দেয়া হবে।

বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান বলেন, প্যানেলের অনির্বাচিত ৫ জনের নাম ও ব্যালটের নমুনা কাগজ প্রত্যেক ভোটারের ঘরে পৌঁছে দেয়ার কথা বলেন।

সাবেক সভাপতি মোস্তফা কামাল বলেন, নির্বাচনে আঞ্চলিকতাকে কেউ যাতে ইমোশনাল হিসাবে ব্যবহার না করে সে দিকে সতর্ক থাকার আহ্বান জানান।

সেক্রেটারি পদপ্রার্থী মঈনুল হোসেন বলেন, আমরা নির্বাচনে এসেছি অর্থ ব্যয় করে মানুষের সেবা করার জন্য। আমরা নির্বাচিত হলে জালালাবাদবাসীর নিজস্ব ভবন হবে। সে ভবন সবার জন্য খোলা থাকবে।

বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, বদরুল-মঈনুল পরিষদ পরিপূর্ণ প্যানেল। জালালাবাদবাসীর স্বপ্ন পরিপূর্ণ করার পরিষদ। নির্বাচনে স্বতন্ত্র ব্যাপারে বলেন, যারা প্যানেল করতে পারেনা, তারা জালালাবাদ বাসীকে কি দিবে? যারা কিছু মানুষের পারপাস সার্ভ করার জন্য নির্বাচনে এসেছে তাদেরকে আমরা ভোট দিতে পারি না।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার সভাপতি মিছবাহ আবদীন বদরুল-মঈনুল পরিষদকে সমর্থন দেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী এনাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, গোলাম মর্তুজা, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ জামাল উদ্দিন, খলকুর রহমান, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সভাপতি গৌছ উদ্দীন খান, আল আমান মসজিদের সাবেক সভাপতি শামস উদ্দীন সোনাই, নজরুল ইসলাম (কাতার) প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল আলম অপু।


শেয়ার করুন