২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:২৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বক্তব্য রাখছেন জয়নাল আবেদীন ফারুক


বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গত ১৭ এপ্রিল সোমবার নিউইয়র্কে ব্রুকলীনের রাঁধুনী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মেদ সালেহ রুমেল ও মোজাম্মেল হোসেন সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক।

গেস্ট অব অনার ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, নোয়াখালী কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, আল হারুন সিআইপি, বিএনপি নেতা আহছান উল্লাহ বাচ্ছু, সালেহ আহম্মেদ মানিক, নাজমুল হোসেন, মোরছালিন হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক বাংলাদেশের দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার বিবরণ তুলে ধরে বলেন, বর্তমান সরকার কেয়ারটেকার সরকার পুনর্বহালে বাধ্য হবে। বিএনপি একমাত্র কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বচনে যাবে। তিনি বলেন, জেল-জুলুম, হামলা-মামলা-নির্যাতন করে কোনো স্বৈরাচারই অতীতে টিকতে পারেনি। এ সরকারও পারবে না। বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, জেল-জুলুম নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি এ যুক্তরাষ্ট্রেও অব্যাহত রাখতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতি নাঈম টুটুল অনুষ্ঠান সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের একমাত্র টার্গেট হচ্ছে দেশ রক্ষা করা, দল রক্ষা করা, বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়া। আর এই কাজ করতে হলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারি শেখ হাসিনার পতন ঘটাতে হবে।

শেয়ার করুন