০৮ মে ২০১২, বুধবার, ১১:৪২:৪৭ অপরাহ্ন


ওয়েস্টইন্ডিজে ডুবলো ইংল্যান্ড
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২২
ওয়েস্টইন্ডিজে ডুবলো ইংল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজে জয়ের পর ওয়েস্টইন্ডিজ : ছবি সংগৃহীত



ওয়েস্টইন্ডিজে ডুবলো ইংল্যান্ড। তিন ম্যাচের টেষ্ট সিরিজে প্রথম দুই টেস্ট ড্র হওয়ার পর ফাইনালের আমেজ ছিল গ্রানাডার শেষ টেস্টম্যাচ। কিন্তু ওই ম্যাচে লড়াইও করতে পারেনি ইংলিশরা। এ ম্যাচে দশ উইকেটের বড় পরাজয়ের লজ্জায় ডুবেছে ইংল্যান্ড। এতে সিরিজই শুধু হাতছাড়া হয়নি, দশ উইকেটে হারের লজ্জাও কুড়ে খাচ্ছে ইংলিশদের। মুলত দুই পেসার মেয়ার্স ও কেমার রোচেই বিধ্বস্ত ইংলিশরা। 


দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় তাদের মাত্র ১২০ রানে। মেয়ার্স নেন পাচ উইকেট। রোচ দুটি। সর্বাদিক রান করেন অ্যালেক্স লী ৩১। এতে মাত্র ২৮ রানের টার্গেট পায় ক্যারিবীয়রা। যা বিনা উইকেটেই জয় তুলে নেয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ৬ রানে অপরাজিত থেকে। প্রথম ইনিংসে অপরাজিত ১০০ রান করায় ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জশুয়া ডা সিলভা। সিরিজে ৩৪১ রান ও ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট।

 

এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ২০৪ রান সব উইকেট হারিয়ে। জবাবে ওয়েস্টইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৯৭ রান করে অ্যাডভান্টেজে থাকে। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড রীতিমত ভেঙ্গে পরে। 

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় টেস্ট সিরিজ খেলে প্রথম জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২ জয়, ৩ হার ২ ড্র’তে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ক্যারিবীয়রা। আর ১৩ ম্যাচে ১ জয়, ৭ হার ও ৪ ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৪/১০ ও দ্বিতীয় ইনিংস: ১২০/১০ (৬৪.২ ওভার) ওকস ১৯, সাকিব ২৩, মেয়ার্স ৫/১৮, ব্ল্যাকউড ২/২, রোচ ২/১৯। 

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৯৭ (জাশুয়া ডি সিলভা ১০০) ও দ্বিতীয় ইনিংস: ২৮/১০ (৪.৫ ওভার), ব্র্যাথওয়েট ২০ (অপ.), ক্যাম্পবেল ৬ (অপ.)। 

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী। সিরিজ: তিন ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ১-০ তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জশুয়া দা সিলভা (ওয়েস্টইন্ডিজ)। 

ম্যান অব দা সিরিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট


শেয়ার করুন