২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৮:১২:০৬ পূর্বাহ্ন


কোকো স্মৃতি সংসদের ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
কোকো স্মৃতি সংসদের ইফতার কোকো স্মৃতি সংসদের ইফতারে মঞ্চে অতিথিবৃন্দ


নিউইয়র্কে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী, কাউছার আহমেদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাছের আখতারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক সংগীতশিল্পী বেবী নাজনীন। গেস্ট অব অনার ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাসাসের আহ্বায়ক নায়ক হেলাল খান, যুক্তরাষ্ট্র বিএনপির সুবর্ণজয়ন্তী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান ভুইয়া (মিল্টন), যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভ‚ইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মালা নান্নু, অনুষ্ঠানের আহ্বায়ক যুবদলের কেন্দ্রীয়য় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম.এ. বাতিন, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার মোহাম্মদ সায়েম এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সিনিয়র সহ-সভাপতি খলকুর রহমান খলকু, সহ-সভাপতি অয়েছ আহম্মেদ ও মো. রইচ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির এবং মিলাত হোসেন আকাশ, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মানিক প্রমুখ।

অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, জিয়া পরিবার সহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির মুক্তির জন্য বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার বিকল্প নেই। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র সেই চেষ্টাই করছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি মো. শাহাদাত হোসেন রাজু সবসময় চেষ্টা করেন সকল গ্রুপের নেতা-কর্মীদের একসাথে করার এবং সেটাই করেছেন। বিএনপির ৪টি গ্রুপের নেতৃবৃন্দ একসাথে অংশগ্রহণ করেন। রাজু প্রতিটি অনুষ্ঠানেই বিএনপির বিবদমান সকল গ্রুপের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এটাই হচ্ছে শাহাদাত হোসেন রাজুর কৃতিত্ব।

শেয়ার করুন