২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ১১:৫১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


সাংবাদিকদের ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ। শুক্রবার বেলা ১২ টার কাছাকাছি সময়ে সাংবাদিকদের ডিবি কার্যালয়ের সামনে এ তথ্য জানান। 

ডিবি প্রধান এ সময় বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ  শেষে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় তিনি বিএনপি সমাবেশে ভেনু প্রসঙ্গেও একটা সমঝোতায় যাচ্ছে বলে জানান। 

বিএনপির একটি মহাসমাবেশের আগে শীর্ষ এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল কি - না এমন এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। দুইদিন আগে ওই ঘটনায় আমাদের প্রায় ৫০ - ৬০ জন পুলিশ আহত হয়েছে। এবং সেখানে অনেক ভাংচুর হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি।জিজ্ঞাসাবাদ  শেষে পরবরতি সিদ্ধান্ত জানাতে পারব। তবে এটাকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলা যাবে কি না এ ব্যাপারে তিনি পরিস্কার কিছু বলেননি। বলেছেন আমরা জিজ্ঞাসাবাদ করছি।  

শেয়ার করুন