ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে অবস্থানের ঘোষনা দিয়েছে বিএনপি। তবে সেটা প্রথমত পাচ ঘন্টার এ কর্মসূচি। রাজধানীর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে ওই অবস্থান কর্মসূচি দিয়েছে দলটি । আগামীকাল ২৯ জুলাই, শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ওই প্রগ্রাম। বিএনপির শুক্রবারের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পরবর্তি কর্মসূচিতে এ কর্মসূচি ঘোষনা দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির এমন কর্মসূচি বলে জানিয়েছে মির্জা ফখরুল। তিনি বিএনপি ও আইনশৃংখলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণ। আর একটা রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপির অধিকার। একইভাবে বিএনপির এ রাজনৈতিক অধিকার সুষ্টভাবে পালনে সহযোগিতা করার সাংবিধানিক দ্বায়িত্ব আইনশৃংখলা বাহিনীর। তিনি এ ব্যাপারে সকালের সহযোগিতা কামনা করেছেন।
পল্টনে মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ওপর অনাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আমাদের সামনে একটি লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই।