২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১১:৩৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাংলার মেলায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাংলার মেলায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেলুন উড়িয়ে বাংলার মেলার উদ্বোধন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় বাংলার মেলার। মেলা মানেই বাঙালির প্রাণের উৎসব। বাঙালির প্রাণের উৎসবে বাঙালি যাবে না, তাতো হতে পারে না। মেলা যেন বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে। তাই যেখানেই মেলা সেখানেই বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা মেলায় আসেন। মেলায় এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেছেন। আবার কেউ-বা চুটিয়ে আড্ডা মেরেছেন, আবার কেউ-বা তাদের পছন্দের পোশাক ক্রয় করেছে। এর সঙ্গে ছিল বাঙালি খাবার। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বনভোজনটি গত ২০ আগস্ট দিনব্যাপী সানিসাইডের ট্রসনিপার্কে অনুষ্ঠিত হয়। দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেলার আহ্বায়ক কমিটি, সংগঠনের কার্যকরি, উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা। মেলার প্রথম দিকে লোকজন একটু কম থাকলেও শেষ বিকেলে মেলায় ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। সব বয়সী মানুষ বাঙালি পোশাকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেন। মেলায় বয়স্কদের পাশাপাশি নতুন প্রজন্মের জন্য ছিল বিশেষ খেলাধুলার ব্যবস্থা। আরো ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। মেলায় যারাই এসেছেন তারাই সুন্দর একটি বিকাল উপভোগ করেছেন। নিটোল সময় কাটিয়েছেন। মেলায় মানুষের উপস্থিতি এবং সার্থক মেলা আয়োজকদের কষ্ট আনন্দে রূপলাভ করেছে।

সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও উর্মির উপস্থাপনায় চমৎকার এই মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল হাসিম হাসনু, সিলেট সদর সমিতির ট্রাস্টি বোর্ড সদস্য রিয়াজ উদ্দিন কামরান, সিলেট সদস্য সমিতির সভাপতি আব্দুল মালেক খান লায়েক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, এস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ আতাউর গনি আসাদ, কুইন্স ডোমেক্রেটিক লিডার অ্যার্ট লার্জ অ্যাটর্র্নি মঈন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল হেলিম, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট ফক্কু মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, সৈয়দ ফয়সল আহমেদ, শাহাবুদ্দিন চৌধুরী, ওসমানী নগরের সাবেক সভাপতি বশির উদ্দিন, কুইন্স বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তোফায়েল চৌধুরী, বশির খান, আব্দুল হামিদ, সাইদুল হক, মোতাসসির মিয়া, বালাগঞ্জ সমিতির সাবেক সভাপতি আশিক মিয়া, মোকাস্সির জামান, আতাউর রহমান, রোমানা আহমেদ, জামির উদ্দিন চৌধুরী, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ শওকত আলী, আবু সুফিয়ান, সৈয়দ জুবায়ের আলী, নাসির উদ্দিন, এম রহমান ফরিদ, মামুনুর রশিদ শিপু, আজিজুর রহমান, আবু বক্কর চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য তুতিউর রহমান, ফখরুল ইসলাম, মদব্বীর হোসেন, মোহাম্মদ বদিউজ্জামান, জাবেদ খসরু, হাজী মোহাম্মদ ইকবাল, মজির উদ্দিন, আব্দুল জব্বার, শাহ রকিব আলী, মইনউদ্দীন আহমেদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সুফিয়ান আহমেদ চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী, মোহাম্মদ আবলি কালাম ও নূরে আলম জিকো, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ও মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জালালাবাদ অ্যাসোসিশনের সাবেক সভাপতি এম এ কাইয়্যুম, মেঘনা ট্রাভেলেসের মোহাম্মদ রহমান, মেঘা হোম রিয়েলিটির তাসমিয়া চৌধুরী, ল’ অফিস এহসান, বিডি অটোরিফেয়ারের আলমগীর হুসেন, অ্যাটর্র্নি হাসান মালিক, মেডোব্রোক মরগেজের আকিব হুসেন, বিসমিল্লাহ, জান্নাত ও জমজম ফার্মেসির নাফিউল হক, মাম’র রেস্টুরেন্ট, মল্লিকা ভিডিও, এম এ ফরিদ, রাইসফা ইসলাম, জাকির চৌধুরী, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, অ্যাটর্র্নি প্যারি ডি সিলভা, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ্জামান চৌধুরী।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক এম এ খায়ের মজনু, সদস্য সচিব সৈয়দ গৌছুল হোসেন, প্রধান সমন্বয়কারী সৈয়দ জুবায়ের আলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি আব্দুস শহীদ হামজা, সহ-সাধারণ জুবায়ের খান জুয়েল, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহমেদ জুয়েল, ক্রীড়া সম্পাদক আরজান খান, মহিলা বিষয়ক সম্পাদক রুবিয়া বখত, সদস্য আলম উদ্দিন, শাহ মাহবুবুর রহমান, হেলাল খান, মুজিবুর রহমান রেনু, খলিলুর রহমান, আব্দুল মুক্তাদির, সামছুল ইসলাম, শাহ জাবের আহমেদ, বকুল পাল, আজম চৌধুরী শায়ের, মোবাদ্দেক খান ও শেবুল দাস শিবু। মেলা কমিটির উপদেষ্টা আবু সুফিয়ান আহমেদ, সৈয়দ শওকত আলী, নাসির উদ্দিন, এম রহমান ফরিদ, তিতুউর রহমান, আজিজুর রহমান, বদিউজ্জামান, হাজী মাহমুদ ইকবাল, মইনুল ইসলাম, মজির উদ্দিন চৌধুরী, আব্দুল জাব্বার, মইনুদ্দীন আহমেদ, আব্দুল হাসান পংকি মিয়া, সৈয়দ সাহাবউদ্দিন, শাহাবুদ্দীন চৌধুরী, ইকবাল আল হেলাল, আম্বিয়া মিয়া, মোদাব্বির হোসেন, আমিনুল হক জামশেদ, কো কনভেনর মাসুক মিয়া, এনায়েত হোসেন জালাল, রেজাউল করিম রেনু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জাবেদ আহমেদ, সমন্বয়কারী মোহাম্মদ মহসীন, আরজান খান, যুগ্ম-সদস্য সচিব জুবায়ের খান জুয়েল, লুৎফুর রহমান, অর্থ সম্পাদক শাহ রাকিব আলী, আজম চৌধুরী শায়ের, যোগাযোগ ব্যবস্থায় ছিলেন রমজান আলী, আব্দুল করিম, খলিলুর রহমান, কামরুল হাসান, অপু রহমান, রিয়াদ তরফদার, মহসীন মিয়া, জামিল আহমেদ, সোয়েল খান, সালেক সনি প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলি, কালা মিয়া, পলি সায়ন্তনী, শশি, আশরাফ রানা, নাভিন ও তানভীর শাহীন।

মেলায় র‌্যাফেল ড্রতে পুরস্কার ছিল স্বর্ণের সেট ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিলের সৌজন্যে, আইফোন১৪ মল্লিকা ইলেকট্রনিক্সের সৌজন্যে, মাইক্যাল কোরের ব্যাগ ইফর গ্রিন হোম কেয়ারের সৌজন্যে রহমান মালিক, ৫৫ ইঞ্চি টিভি এস্টোরিয়া ওয়েলফেয়ারের সৌজন্যে, ল্যাপটপ ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সৌজন্যে, ৪৩ ইঞ্চি টিভি রাবেয়া ভকতের সৌজন্যে, বাইসাইকেল এস্টোরিয়া ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের সৌজন্যে।

মেলা শেষে সভাপতি ফজলুর রহমান মেলাকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেলায় বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন