২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


জাসাসের অনুষ্ঠানে হেলাল খান
আ.লীগ গণতন্ত্র হত্যাকারী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
আ.লীগ গণতন্ত্র হত্যাকারী অনুষ্ঠানে অতিথি ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ


আওয়ামী লীগ বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। আর বিএনপি বারবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গণতন্ত্রকে উদ্ধার করেছে। গত ৩০ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসাসের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এ কথা বলেন।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কয়ছার আহমেদ। আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেয়ার পর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম এবং পরিচালনা করেন নবনির্বাচিত সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান।

বিশেষ অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কাজী শাখাওয়াত হোসেন আজম, সৈয়দ এম রেজা, ফিরোজ আহমেদ, গিয়াস উদ্দিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মওলানা নান্নু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, জাসাস নেতা দারাদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাকেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাসের নবনির্বাচিত কমিটির সদস্য শেখ হায়দার আলী, জাবেদ উদ্দিন, আনোয়ার হোসেন, সিদ্দিক হোসেন রুবেল, সজিব চৌধুরী ফয়সাল, নূরে আলম, ডা. নার্গিস রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেক, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বশির, কয়েস আহমদ, এমদাদ তরফদার, রোকন আহমেদ, শ্রমিক দল নেতা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, কোকো স্মৃতি সংসদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ছালাবত জং চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি হেলাল খান বলেন, শহিদ প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি এখনো বাংলাদেশে সমান জনপ্রিয়। আওয়ামী লীগের নেতারা জিয়াকে চেনার কোন কারণ নেই। কারণ তিনি সরাসারি যুদ্ধ করেছেন, আর আওয়ামী লীগের নেতারা কলকাতার হোটেল লালপানি পান করেছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বার বার গণতন্ত্র হত্যা করেছে। আর বিএনপি বারবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। শেখ মুজিব ক্ষমতায় এসে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে।

বাকশাল থেকে দেশে গণতন্ত্র দিয়েছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার স্বৈরাচারী এরশাদের কবল থেকে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন বেগম খালেদা জিয়া। আবার এখনো দেশ বাকশালী শাসকগোষ্ঠীর কবলে পড়েছে। দেশের গণতন্ত্র তারা গলাটিপে হত্যা করেছে। আমি আশা করছি এবার তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে দেবেন। এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। তিনি আরো বলেন, করোনা বর্তমান সরকারের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে, তা না হলে অনেক আগেই এই সরকারকে বিদায় নিতে হতো। আমেরিকার এক স্যাঙ্কশনেই শেখ হাসিনার পায়ের তলার মাটি সরে গেছে। ঈদের পরই নব্য স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হবে।

জাকির হোসেন যুক্তরাষ্ট্র জাসাসের কমিটি গঠনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সারা দেশেই জাসাস নতুন কমিটি করছে গণতান্ত্রিক উপায়ে। যুক্তরাষ্ট্রেও আপনাদের মতামত নিয়ে কমিটি করা হয়েছে। তিনি বলেন, সারা বাংলাদেশ আজ কারাগারে পরিণত হয়েছে। আমরা কারাগারের মধ্যেই আছি, আপনারা ভালো আছেন, সুতরাং আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে বাকশালী সরকার পতন আন্দোলন গড়ে তোলা।

গিয়াস আহমেদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের এখন প্রধান কাজ হচ্ছে ভোট চোর এবং স্বাধীনতার বিরোধী শক্তিকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো। তিনি বলেন, এই সরকার একটি লুটেরা সরকার এবং এই সরকারের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। তিনি আরো বলেন, এই সরকার হাজার হাজার কোটি ডলার খরচ করে মেডিসিন স্কোয়ার গার্ডেনে শো করছে। আসলে এটি কোন শো নয়, এটি হচ্ছে দুর্নীতি করার কৌশল।

ইঞ্জিনিয়ার সায়েম তাকে দায়িত্ব দেয়ার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সাথে আলাপ-আলোচনা করে দল চালাবেন বলে উল্লেখ করেন। এ ছাড়াও তিনি স্টেট কমিটি করার ঘোষণা দেন। তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে জেল মুক্ত এবং তারেক রহমানকে দেশে লিরিয়ে আনার লড়াই করা।

সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী ধন্যবাদ জানিয়ে আগামীতে আন্দোলনের প্রত্যয় ঘোষণা করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মওলানা নূরনবী।

শেয়ার করুন