২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৩:২৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


এস্টোরিয়ায় গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখার উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
এস্টোরিয়ায় গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


গোল্ডেন এজ হোম কেয়ার এবং এনওয়াই ইন্স্যুরেন্স প্রবাসে বাংলাদেশিদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এসব প্রতিষ্ঠানে সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজের নেতৃত্বে এই প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে শাখা। গ্রাহকদের সুবিধার্থেই এই সব শাখা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় খোলা হচ্ছে।

তারই অংশ হিসেবে গত ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা এস্টোরিয়ার প্রাণকেন্দ্র ৩১ স্ট্রিটের ওপর গোল্ডেন এজ হোম কেয়ারের ৭ম শাখা উদ্বোধন হয়। অফিসটি ৩৬-০৭ ৩১ স্ট্রিটের ওপর জালালাবাদ ভবনে অবস্থিত। এ দিন বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনার পর অফিসটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। দোয়া পরিচালনা করেন এস্টোরিয়ার আল আমিন মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান চৌধুরী।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শুধুমাত্র আর্থিক বিবেচনা করে এই শাখাটি আমরা চালু করছি না। এই এলাকায় প্রচুর বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন। তাদের ঘরের কাছে আমরা সেবা নিয়ে আসছি। হোম কেয়ার পেশায় দক্ষ একদল কর্মি এখানে কাজ করবে।’

সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ বলেন, আমার বাবা- মা এবং আপনাদের সকলের দোয়ায় আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমি আপনাদের দোয়া এবং ভালবাসায় আরো এগিয়ে যেতে চাই এবং মানুষের সেবা করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেবিবিএর সভাপতি হারুন ভূঁইয়া, ফোবানার কর্মকর্তা শরাফত হোসেন বাবু, সাপ্তাহিক আজকালের মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক, সাংবাদিক বেলাল আহমেদ, অনিক রাজ, লায়ন আবুল কাশেম, বদরুদ্দোজা বাবু, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্মকর্তা সুলতানা আহমেদ, মামুন বেপারী, শফি উদ্দীন মিয়া, খোকা, মাসুম ব্যাপারি প্রমুখ।

শেয়ার করুন