১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৬:৩১:০১ অপরাহ্ন


বাংলাদেশ-শ্রীলঙ্কা টেষ্ট সিরিজ
প্রয়োজন নিজেদের আবিষ্কার
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
প্রয়োজন নিজেদের আবিষ্কার রহস্যময় সাকিব। কোভিড পজেটিভ দু’দুবার। রিপোর্ট ও হলো। বিসিবি বিজ্ঞপ্তি দিয়েছে প্রথম টেষ্টে খেলবেন না। এখন আবার সাকিব খেলবেন বলে খবর বেড়িয়েছে। বিসিবি সভাপতিও সাকিবের উপর দ্বায়িত্ব ছেড়ে দিয়েছেন। কোচ বলছেন, ৫০-৬০ ভাগ ফিট থাকা খেলোয়াড় তিনি চান না। তবে সাকিব প্রাকটিস করবেন বলে জানা গেছে/ফাইল ছবি


দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ বিপর্যয় শেষে দেশের মাটিতে শ্রীলংকার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ দলের প্রয়োজন নিজেদের নতুন করে চেনা, নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এই মুহূর্তে শ্রীলংকায় চলেছে লংকাকান্ড।

রামায়ণের সুগ্রীবের মতোই বিক্ষুব্ধ জনতা জ্বালাও পোড়াও তান্ডব চালাচ্ছে তাদের মতে লুটেরা রাজনীতিকদের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে পেছনে রেখে খেলতে আশা শ্রীলঙ্কা দলকে সাধুবাদ দিতে হয়।

দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে খেলা হয়েছে এ যাবৎ ২২ টি টেস্ট। শ্রীলঙ্কা জিতেছে ১৭ টি বাংলাদেশ মাত্র ১ টি। বাকি চারটি হয়েছে ড্র। ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলে না। তদুপরি দেশের মাটিতে সম্প্রতি বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের কাছে ধবল ধোলাই  ছাড়াও হেরেছিল দুর্বল ওয়েস্ট ইন্ডিজ এমনকি আফগানিস্তানের বিরুদ্ধেও। তবে দুটি স্কোয়াডের তুলনামূলক বিশ্লেষণে বাংলাদেশকে অনেকেই ফেভরিট তকমা দিলেও আমি মনে করি সিরিজটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।

যে দল নিজেদের সেরাটি প্রয়োগ করতে পারবে ওরাই জিতে নিতে পারবে।

আমি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলকে দুটি টেস্টের দুটি ইনিংসে বাটিংয়ের সময় অজানা কারণে আতঙ্ক গ্রস্থ দেখেছি। বাংলাদেশ দল অবশ্যই স্পিন বোলিং মোকাবিলায় ৫৩ বা ৮০ রানে গুটিয়ে ফেলার দোল নয়। নিঃসন্দেহে টিমের ব্যবস্থাপনা, রসায়ন এবং মনিটরিংএ গলদ ছিল। আশা করি, বিসিবি সবকিছু পুংখানুপুঙ্খু ভাবে বিচার বিশ্লেষণ করে এবারে রণকৌশল সাঝাবে। 

অশনি নামের প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে।  মনে হয় না সিরিজ চলা কালে প্রকৃতি বাধ সাধবে। দুই ভেন্যুতে, পাঁচদিন করে খেলার সুযোগ হলে, সিরিজে অবশ্যই জয়-পরাজয় হবে। বাংলাদেশকে ভাবতে হবে ব্যাটিং নিয়ে। ভরসার কথা কোভিড মুক্ত  হয়ে সাকিব ফিরেছে।  যে যাই বলুক, শাকিব নিজে খেলতে চাইলে কেউ তাকে উপেক্ষা করতে পারবে না। সাকিবের উপস্থিতি দলের রসায়ন পাল্টে দিবে। বাংলাদেশ ৬ ব্যাটসম্যান এন্ড সাকিব সহ ৫ বোলার নিয়ে খেলতে পারবে।

বাংলাদেশকে শ্রীলংকা দলের ২০+২০=৪০ উইকেট নিতে হলে অবশ্যই অতি রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বিশেষত যখন তাসকিন আহত হয়ে কাঁধের সুশ্রষায় লন্ডনে এবং মেহেদী মিরাজ খেলছে না। বাংলাদেশকে হয় তিন পেসার দুই স্পিনার অথবা দুই পেসার তিন স্পিনার নিয়ে খেলা প্রাসংগিক হবে।

 আমি মুমিনুল এবং মুশফিকের ব্যাটিং ফর্ম নিয়ে আদৌ বিচলিত নই। ওরা আন্তর্জাতিক মানের এই সিরিজেই ফায়ার আসবে। তামিম, জয় অবশ্যই ভালো সূচনা দিবে। লিটন ভালো ফর্মে আছে। সাকিব লোয়ার মিডল অর্ডারে শক্তি যোগাবে। তবে খেলা চলা কালে বা দুই টেস্টের মাঝে বিসিবি কর্মকর্তা বা টীম ব্যাবস্থাপনা যত কম কথা বলে ততই ভালো হবে।

দলনায়ক হিসাবে মুমিনুলকে আরো একটু প্রো একটিভ হতে হবে, প্রয়োজনে মুশফিক, সাকিব ,তামিমকে অগ্রণী হয়ে পরামর্শ দিতে হবে। জানি, ঘুরে দাঁড়ানো সহজ কথা নয়। তবে নিজেদের চিনতে পারলে বাংলাদেশের পক্ষে সিরিজ জয় করা অসাধ্য হবে বলে মনে করিনা।

শেয়ার করুন