২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:২২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


আ.লীগের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
বিএনপি অস্তিত্বে সংকটে পড়েছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
বিএনপি অস্তিত্বে সংকটে পড়েছে আওয়ামী লীগের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী


বিএনপি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। তাই দলটির নেতাকর্মীরা আবোল তাবোল বলছেন। এ ছাড়া বাংলাদেশের অবস্থা কোন দিন শ্রীলঙ্কার মতো হবে না। বিএনপির নেতৃবৃন্দের অভিযোগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মুজিবনগর দিবসের অনুষ্ঠানে এ সব কথা বলেন।

নিউইয়র্কের ইটজি রেস্টুরেন্টে ১৭ এপ্রিল মহান মুজিবনগর সরকার দিবস উপলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন। অর্থনীতির বিভিন্ন সফল জায়গাগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশি গার্মেন্টস পণ্য সারা বিশ্বে রাজত্ব করছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সেদিন আর বেশি দূরে নেই, যেদিন বিশ্বের শতকরা ৮০ ভাগ মানুষের পরিধেয় পোশাকে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’।

নৌ-প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধকালীণ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সমর্থনের কারণও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৫৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বোস্টনে এসে যুক্তরাষ্ট্রের শিক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, আমলাসহ সকল পর্যায়ের মানুষের সাথে সাক্ষাত করেন। তিনি তখন পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিম পাকস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণের বিস্তারিত তুলে ধরেন। সেই বুদ্ধিজীবীরাই মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের মানুষকে বাংলাদেশের পে জনমত তৈরিতে কাজ করতে উদ্বুদ্ধ করেছিলেন। অর্থাত মহান মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের মানুষের বাংলাদেশের মানুষের প্রতি সহানুভ‚তির প্রোপট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তৈরি করেছিলেন।

প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয় সম্পর্কে বলেন, নদী খননের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। তারপর আর কোন সরকার ড্রেজার সংগ্রহ করতে পারেনি বা কোন উদ্যোগ নেয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ড্রেজারের সংখ্যা দাঁড়িয়েছে ৮০টিতে। তিনি বলেন, দেশে মাত্র ১টি মেরিন একাডেমি ছিল। আমরা সেটিকে ৪টিতে উন্নীত করেছি। নৌ মন্ত্রণালয় আরো ২১টি জাহাজ সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন করেন খালিদ মাহমুদ চৌধুরী। নৌ মন্ত্রণালয়ের মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে বলে মনে করেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোভিড মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুত্ফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল হোসেন এনাম, প্রবাসী সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী প্রমুখ। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন