২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ০৩:২৫:৫৫ অপরাহ্ন


অশ্রুফুল!
সারমীন রহমান
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
অশ্রুফুল!


দুঃখ তোমার

 বসনের গহনা,

 কান্না তোমার কানের দুল।

 বেদনা ভরা সাগর চোখে বইছে যে অশ্রু,

 হয়েছে তাই-

ছোট্ট হীরে নাকের ফুল।

মিষ্টি তোমার সহজ হৃদয়

ছুঁয়েছে কখন পাখির লক।

ভালোবেসে মন হারিয়েছো-

নাকে পরেছো

প্রতিশ্রুতির সোনার নোলক!


ঝড়-বৃষ্টি বিরহ বাতাসে

ঘর বেঁধেছো কচুর পাতায়।

আছড়ে পড়ে সারাণই-

নেই যে কোনো শক্ত খুঁটি

আপন করে হাতটি ধরার।


হঠাত কখন কি যে হলো

অচিন পাখি তোমায় ভুলে

কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ে রওনা দিলো!

লাজুক তুমি লজ্জাবতী


ফুলের মতো বোবা হয়ে-

আরো বেশি গুটিয়ে নিলে।

সাত সমুদ্রে মুক্তো ফেলে

কোথায় তুমি ছুটে গেলে,

সর্বসুখ বিসর্জন দিয়ে- বল

সেথায় কিবা পেলে?


স্বর্ণসুখ সয় না সবার

সোনার গহনায় বেনারসী।

তোমার চোখে অশ্রুর ফুল,

শুভ্র তোমার সুশ্রী পায়ে

ফোঁটা ফোঁটা রক্তের

গোলাপ কাঁটার ঘুঙুর!


শেয়ার করুন