০৭ মে ২০১২, মঙ্গলবার, ০৭:০২:১১ অপরাহ্ন


সারাদেশে..
এক দফা দাবিতে দুইদিন কালো পতাকা মিছিল করবে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৪
এক দফা দাবিতে দুইদিন কালো পতাকা মিছিল করবে বিএনপি


দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধবগতি প্রতিবাদ এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে সারাদেশে দুইদিন কালো পতাকা মিছিল করবে বিএনপি। রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি হচ্ছে : আগামী ২৬ জানুয়ারি সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সকল মহানগরে এই কর্মসূচি হবে।

রিজভী বলেন, ‘‘ দ্রব্যমূল্যের সীমাহীন উধর্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল হবে।”

‘‘ আগামী ২৬ জানুয়ারি শুক্রবার কালো পতাকা মিছিল হবেব সকল জেলা সদরে এবং ২৭ তারিখ শনিবার হবে সকল মহানগরে।”

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মীর নেওয়াজ আলী, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম প্রমূখ নেতারা ছিলেন।

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি রাজপথে বিএনপির প্রথম কর্মসূচি।

শেয়ার করুন