১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৪:৪৫:৪১ পূর্বাহ্ন


মায়ের মায়া মায়ের ছায়া
সুফিয়ান আহমদ চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
মায়ের মায়া মায়ের ছায়া


ভোরের আলো ইলিক ঝিলিক

পাখির মিষ্টি ডাক,

মায়ের ডাকে ঘুমটা ভাঙ্গে

ওড়ছে পাখি ঝাঁক।


ফুল বাগানে ফুলের মেলা

মায়ের মিষ্টি চুম,

মায়ের মুখে রঙিন হাসি

নূপুর ঝুম ঝুম।


মায়ের মায়া মায়ের ছায়া

পরম কত সুখ,

মায়ের পাশে স্নেহের পরশে

টুটতো সব দুখ।


আলতা রাঙা নূপুর পায়ে

বাজছে ঝুম ঝুম,

সারাটি দিন খেলায় পড়ায়

ব্যস্ততা ধুম ধুম।


মায়ের কাজে ভীষণ তাড়া

দৃষ্টি কাড়ে কাজে,

মা সাজে না রঙিন সাজে

নেই তো মন সাজে।


আঁচলে বাঁধা ঘরের চাবি

মায়ের কাছে থাকে,

সরল মা যে চালায় সংসার

ঘরটা ধরে রাখে।


মায়ের গড়া আলোয় ভরা

সংসার হয় ভালো,

মায়ের কষ্টে সংসার সাজে

দূরটা হয় কালো।

শেয়ার করুন