২৭ এপ্রিল ২০১২, শনিবার, ১০:০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


নূপুর শর্মা ও ভারতীয় কনস্যুলেটের সামনে মুসলমানদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
নূপুর শর্মা ও ভারতীয় কনস্যুলেটের সামনে মুসলমানদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় মতাসীন বিজেপির নেত্রী নূপুর শর্মা এবং বিজেপি নেতা নাবিল জিন্দালের আপত্তিকর মন্তব্যে বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। তারাই প্রতিবাদ চলছে সারা বিশ্বে। বিশেষ করে মুসলিম বিশ্বে। ইতিমধ্যে মধ্যেপাচ্য ভারতকে আল্টিমেটাম দিয়েছে। অন্যদিকে নূপুর শর্মার বিরুদ্ধে মামলার দাভি জানিয়েছে। প্রথমে নূপুর শর্মার বিরুদ্ধে কোনো মামলা দিতে চায়নি ভারতের বিজেপি সরকার। মধ্যপ্রাচ্যের চাপ এবং প্রতিবাদের কারণে শেষ পর্যন্ত ভারত সরকার মামলা দিতে বাধ্য হয়েছে। সেই সাথে নূপুর শর্মাকে পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। অন্যদিকে ভারতসহ মুসলিম বিশ্বে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১০ জুন নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের সমানে (৬৪ স্ট্রিট ম্যাডিসন ও ৫ অ্যাভিনিউ) বিরাট বিােভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছে। নিইউর্কের বিভিন্ন বরো থেকে হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতি ও গগনবিদারী স্লোগানে নিউইয়র্কের ব্যস্ততম এলাকাটি প্রকম্পিত হয়ে ওঠে। স্লোগানের ভাষা ছিলো- ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’ সেই সাথে বিক্ষোভ সমাবেশ থেকে নূপুর শর্মা ও নাবিল জিন্দালের গ্রেফতার দাবি করা হয়। সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারত উগ্র জঙ্গিবাদী হিন্দুর দখলে চলে গিয়েছে। এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।

নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও মাদরাসার ইমাম, শিক, ছাত্র-ছাত্রী ও মুসল্লিদের সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এই বিােভে অংশ নেন। আরো অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশিদের মধ্যে ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক শিাবিষয়ক সম্পাদক কাজী বাবুল, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম হোসেন, শহীদুল ইসলাম শিকদার, যুবনেতা চৌধুরী তানিমসহ অনেকে।

নিউজার্সিতে প্রতিবাদ

আনজুমানে আলইসলাহ নিউজার্সি স্টেটের উদ্যোগে গত ১২ জুন রবিবার বাদ মাগরিব প্যাটারসন শাহজালাল লতিফিয়া মাদরাসায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অধ্য মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, অতীতে যারাই মহানবী মুহাম্মদ সম্পর্কে গোস্তাগি করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। তাই এই ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত বিজেপি নেত্রী নূপুর শর্মা ও জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভায় বক্তব্য রাখেন মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুনিরুল ইসলাম, হাফিজ আলাউদ্দিন, কারী মাহতাব আহমদ, মাওলানা ফয়সল আহমদ, হাফিজ তাজউদ্দিন,আব্দুল মতিন, হোসাইন আহমদ ও লুত্ফুর রহমান খান।


শেয়ার করুন