২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৪:২৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল দোয়া পরিচালনা করছেন মওলানা ফায়েক উদ্দিন


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। গত ২১ মার্চ বৃহস্পতিবার উডসাইডের গুলশান টেরেসে এই ইফতাল মাহফিলে লায়ন্স ক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ করে লায়ন্স ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাছাড়া কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক জেএফএম রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর আসেফ বারী টুটুল, ইফতার পার্টির আহ্বায়ক লায়ন নুরুল আজিম, সদস্য সচিব ফেড রকি, প্রধান সমন্বয়কারী লায়ন এ টি এম হেলালুর রহমান, লায়ন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ প্রমুখ।

এই অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ বলেন, পবিত্র এই মাসে আমরা সকলে একত্রিত হতে পেরে আনন্দিত। এখানে ডিস্ট্রিক্ট ২০ আর ২ নিউইয়র্কের গভর্নর র‌্যামন স্মিথ সবার সাফল্য কামনা করেন।

আসেফ বারী টুটুল সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজানের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত। রমজান থেকে শিক্ষা নিতে না পারলে আমাদের কোনো উন্নতি হবে না।

মোহাম্মদ সাঈদ অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতারের আগে দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা, ফিলিস্তিন মুসলমানদের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি লায়ন মতিউর রহমান, আহমেদ সোহেল, সানম্যান গ্লোবালের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন, অ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এ এস এম মাঈনুদ্দিন পিন্টু, লায়ন মশিউর রহমান, ফিরোজ আহমেদ, কাজি সাখাওয়াত হোসেন আজম, লায়ন রকি আলিয়ান, লায়ন আহসান হাবিব, আতাউর রহমান সেলিম, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, মাকসুদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, লায়ন এন হায়দার মুকুট, লায়ন মফিজুর রহমান, সাপ্তাহিক আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ওশো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রেজা রশীদ, রহুল আমীন, মোস্তফা অনিক রাজ, লায়ন কামরুল মজুমদার, লায়ন মোহাম্মদ আজাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আবুল কাশেম, বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, জেবিবিএর যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এ এস জাহাঙ্গীর হাসাইন, ফারুক হোসের মজুমদার, সরওয়ার খান বাবু, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, মনিরুল ইসলাম, শিল্পী রিজিয়া পারভীন, আশা হোক কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, সিপিএ সরওয়ার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম হারুণ, গিয়াস উদ্দিন, নিউইয়র্ক সিটির মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি সুপ্রিয়া ধনপত, ড. হক, মিলন মোল্লা প্রমুখ।

শেয়ার করুন