২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৪:০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :


ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সভা গত ১১ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আরিফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের পরিচালনায় অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এম বাসেত রহমান, সাবেক সভাপতি ও উপদেষ্টা বদরুল খান বাদল, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমান উল্লাহ আমান, উপদেষ্টা আমিন মেহেদী বাবু, উপদেষ্টা ছালাউদ্দিন খোকন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের আহবায়ক কবি মিশুক সেলিম, বীর মুক্তিযোদ্ধা হোসেন আমজাদ, কেরানীগঞ্জ এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম কচি ও নবাবগঞ্জ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাকিব, সহ সভাপতি মিলন মোল্লা, সহ সভাপতি আব্দুল মালেক, মোহাম্মদ জিয়াউর রহমান মিলন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ কীত্তর্ণীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ডলার, সাবেক সাধারণ সম্পাদক ও অন্যতম সদস্য সেলিম ইব্রাহিম, প্রতিষ্ঠাতা সাবেক প্রচার সম্পাদক তানভীর করিম, কোরানীগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবীর খান, প্রচার সম্পাদক শফিক খান, এস মিয়া তৌহিদ, দোহার উপজেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক নান্নু, অর্থ সম্পাদক মোহাম্মদ খায়রুল আলম, দুলাল বেহেদু, সদস্য উজ্জ্বল বিপুল, হামিদুল্লাহ হামিদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, অপ্যায়ণ সম্পাদক শফি উদ্দিন শফা প্রমুখ।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ খোরশেদ কামাল, মোহাম্মদ লিটন মিয়া, তানভীর হাসান, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, নবাবগঞ্জ এসোসিয়েশনের সভাপতি বাবুল দেওয়ান প্রমুখ।

সাধারণ সভায় সাংগঠনিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সম্পাদক তার রিপোর্ট পেশ করেন। সেই সাথে অর্থ সম্পাদক বার্ষিক হিসাব উপস্থাপন করেন। এই সংগঠনের পক্ষ থেকে ১০০ কবর ক্রয়ের বিষয়টিও সাধারণ সদস্যদের অবহিত করা হয়।

পরিবেশে সভাপতি আরিফ আহমেদ চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন