০১ মে ২০১২, বুধবার, ০২:৪৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


ওজনপার্কে অ্যাংকর ট্রাভেলসের দ্বিতীয় এবং সানম্যানের শাখা উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২২
ওজনপার্কে অ্যাংকর ট্রাভেলসের দ্বিতীয় এবং সানম্যানের শাখা উদ্বোধন অ্যাংকর ট্রাভেলসের দ্বিতীয় শাখা


আরো বিস্তৃত পরিসরে ব্যবসার মাধ্যমে কমিউনিটির সেবা করার প্রত্যয় নিয়ে অ্যাংকর ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং সানম্যানের প্রথম শাখা গত ২৩ জুন ওজনপার্কের ১০১ অ্যাভিনিউ ও ৭৭ স্ট্রিটের কর্নারে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কেটে অ্যাংকর ট্রাভেলসের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ঢাকা চলচ্চিত্রের বিশিষ্ট খলনায়ক মিশা সওদাগর। আরো উপস্থিত ছিলেন অ্যাংকর ট্রাভেলসের স্বত্বাধিকারী এ এস এম মাইন উদ্দীন পিন্টু, মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন, মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকের আবু সাঈদ চৌধুরী সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসেরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। কেক কেটে দ্বিতীয় শাখা উদ্বোধনের পূর্বে এ এস এম মাইন উদ্দিন পিন্টু বলেন, আজ থেকে ১০ বছর পূর্বে এই ওজন পার্কেই আমরা অ্যাংকর ট্রাভেলস প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠার পর থেকেই আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। যে কারণে প্রবাসী বাংলাদেশিদের মন জয় করতে সক্ষম হয়েছি। এই প্রতিষ্ঠান ওজন পার্কে বাঙালিদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ট্রাভেলস ব্যবসার পাশাপাশি আমরা বাংলাদেশে নিরাপদে অর্থ প্রেরণ করি। উন্নত গ্রাহকসেবা এবং মানুষের বিশ্বাস অর্জনের কারণেই আমাদের দ্বিতীয় শাখা করার পরিকল্পনা আসে। কারণ আগের জায়গা স্থান সংকুলান হতো না। যে কারণে আমরা ওজন পার্কেই ওজন পার্কবাসীর সুবিধার্থে দ্বিতীয় শাখার উদ্বোধন করি। দ্বিতীয় নতুন শাখায় টিকেটের সাথে সাথে সানম্যান গেøাবাল এক্সপ্রেসের মাধ্যমে আমরা বাংলাদেশে অর্থ প্রেরণ করবো। সে সাথে নতুন সংযোজন মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে নিজে লোন অফিসার হিসেবে বাড়ি ক্রয়-বিক্রয়ে কাজ করবো। মর্টগেজ পাওয়ার ব্যবস্থা করবো। শুধু বাড়ি নয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্রয়-বিক্রয়ে করতে লোনের জন্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করবো। তিনি নতুন প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন। কেক কাটা অনুষ্ঠানে মিশা সওদাগর ব্যবসার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। সে সাথে বন্যায় দুর্গতদের নিজস্ব অবস্থান থেকে সাহায্য ও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে যোগাযোগ েেত্র যুগান্তকারী দ্বার উন্মোচিত হলো। সেতু নির্মাণের জন্য বর্তমান প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। জানান।

মাসুদ রানা তপন বলেন, সানম্যান এক্সপ্রেস একটি দেশি প্রতিষ্ঠান। আপনারা দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিতে অর্থ পাঠাবেন। জ্যাকসন হাইটসে আমাদের হেড অফিস। আমি জানি ওজন পার্ক থেকে বেশি অর্থ দেশে পাঠানো হয় যে কারণে আমরা এখানে সানম্যানের শাখা করেছি। আমরা সানম্যানের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশে অর্থ প্রেরণ করি। তিনি আরো বলেন, আমরাই এখন সর্বোচ্চ রেট দিয়ে থাকি। তিনি সবাইকে সানম্যানের মাধ্যমে অর্থ প্রেরণের আহ্বান জানান।


শেয়ার করুন