১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আলহিকমাহ মসজিদে আগুন লাগার ৭ দিন পর ভাঙচুরের ঘটনা
দেশে রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
আলহিকমাহ মসজিদে আগুন লাগার ৭ দিন পর ভাঙচুরের ঘটনা ৭ অক্টোবর মঙ্গলবার সাউথ মিনিয়াপলিসের আলহিকমাহ ইসলামিক সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন মিনেসোটা চ্যাপ্টার অব কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের নির্বাহী পরিচালক জয়লানি হুসেইন (ডান থেকে দ্বিতীয়)


মিনিয়াপলিসের দক্ষিণাঞ্চলের আলহিকমাহ ইসলামিক সেন্টারে গত ৭ অক্টোবর সকাল ৮টার দিকে আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতা ও মসজিদের কর্তৃপক্ষ পুলিশকে আহ্বান জানিয়েছেন, আগের সপ্তাহে মসজিদে ঘটে যাওয়া আগুনের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না এবং এটি কি ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ড, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হোক।

মসজিদের নিরাপত্তা ভিডিওতে দেখা গেছে, একজন নারী মসজিদের কাছে আসে এবং বেসমেন্টে নামার জন্য সিঁড়ি ব্যবহার করে, যেখানে আগের সপ্তাহে আগুন লেগেছিল। এরপর তিনি উপরে উঠে পাশের একটি দরজার কাচ ভেঙে প্রবেশের চেষ্টা করেন। মসজিদের ইমাম আব্দিরিজাক কায়নান জানান, একজন মুসল্লি মহিলার মুখোমুখি হন। মহিলাটি বারবার হুমকি দেন, তিনি মসজিদ জ্বালাতে এসেছেন। পরে আরেকজন মুসল্লি এবং কায়নান নিজেই ৯১১-এ ফোন করে পুলিশকে ঘটনাস্থলে পাঠান। মুসল্লিরা মহিলাকে বাইরে ঠেলে দেন এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

মিনেসোটা চ্যাপ্টার অব কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স-এর নির্বাহী পরিচালক জয়লানি হুসেইন বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের গত সপ্তাহের আশঙ্কা সত্যি হয়ে গেল। যদি ওই মুহূর্তে মসজিদে কেউ না থাকতেন, পুরো মসজিদ পুড়ে যেত। হুসেইন আরো বলেন, মসজিদকে একাধিকবার লক্ষ করা হয়েছে। গত বছর পার্কিং লটে হিট-অ্যান্ড-রানের ঘটনা ঘটেছিল। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে, মসজিদকে ধর্মীয় কারণে টার্গেট করা হচ্ছে। তিনি পুলিশের বর্তমান তদন্তকে অপ্রতুল ও ধীরগতিসম্পন্ন উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, পুলিশকে এটি হেট ক্রাইম হিসেবে বিবেচনা করে তদন্ত করতে হবে।

মিনিয়াপলিস পুলিশের স্পোকসম্যান সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, ৩০ বছর বয়সী ওই নারী কয়েক ব্লক পশ্চিমে গ্রেফতার হয়েছেন এবং হেনেপিন কাউন্টি জেলে রাখা হয়েছে। তাকে সম্পত্তি ধ্বংসের অভিযোগে এবং পূর্বের রিমান্ডের কারণে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে আগের সপ্তাহের আগুনের সম্পর্ক আছে কি না তা তদন্ত করছে।

মসজিদের নিরাপত্তা ভিডিওতে দেখা গেছে, ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে একই মহিলাকে মসজিদ থেকে বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ পর বেসমেন্টে আগুন লাগে। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি এবং মসজিদের ইটের কাঠামো আগুন পুরো ভবনে ছড়াতে দেয়নি। বেসমেন্টে একটি ডে-কেয়ার রয়েছে, যেখানে প্রায় ৫০ শিশু থাকে।

মিনিয়াপলিস ফায়ার ডিপার্টমেন্ট আগুনকে দুর্ঘটনাজনিত বলে উল্লেখ করেছিল, অনুমান করা হয়েছিল সম্ভবত স্থানীয় হোমলেস ব্যক্তিরা সিঁড়ি ব্যবহার করার সময় আগুন লাগিয়েছে। তবে সম্প্রদায়ের সদস্যরা এতে সন্তুষ্ট হননি। কায়নান বলেন, আমরা বিশ্বাস করি, এটি সেই একই ব্যক্তি, যিনি আবার ফিরে এসে আমাদের ইসলামিক সেন্টারকে ক্ষতি করার চেষ্টা করেছেন। এটি ইসলামফোবিয়া এবং হেট ক্রাইম।

মসজিদের কর্মকর্তা এবং সম্প্রদায়ের নেতা সব মুসল্লিকে সতর্ক করেছেন, মসজিদের নিরাপত্তা বাড়াতে সচেতন থাকুন। তারা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক।

শেয়ার করুন