৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১১:১৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


জুমার নামাজে বাধা : ক্যালিফোর্নিয়া কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
জুমার নামাজে বাধা : ক্যালিফোর্নিয়া কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ক্যালিফোর্নিয়ার একটি কারাগার


ক্যালিফোর্নিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দিদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর )-এর বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি সোমবার ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার ) ও তাদের ক্যালিফোর্নিয়া শাখা। মামলাটি এক মুসলিম বন্দির পক্ষে করা হয়েছে, যিনি ইসলাম ধর্মের বাধ্যতামূলক সাপ্তাহিক ইবাদত শুক্রবারের জুমার নামাজ নিয়মিতভাবে আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

মামলায় বলা হয়, সিডিসিআর বছরে পাঁচবারেরও কম সময় জুমার নামাজের ব্যবস্থা করেছে, ইসলাম ধর্মে জুমার নামাজ সাপ্তাহিক ফরজ ইবাদত হলেও কারা কর্তৃপক্ষ তা নিয়মিতভাবে নিশ্চিত করেনি যা রিলিজিয়াস ল্যান্ড ইউজ অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড পারসনস অ্যাক্ট -এর লঙ্ঘন। এছাড়া, লিখিত অনুমোদন ছাড়াই নামাজের চাদর পরার অভিযোগে এক মুসলিম বন্দির ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও শারীরিক হামলার ঘটনাও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় মুসলিম বন্দিদের জন্য নিয়মিত ও সমান ধর্মীয় সেবার নিশ্চয়তা এবং সংশ্লিষ্ট কারা কর্মকর্তার বিরুদ্ধে জবাবদিহি ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

কেয়ার -এর ডেপুটি লিটিগেশন ডিরেক্টর গাদেইর আব্বাস এক বিবৃতিতে বলেন, জুমার নামাজ কোনো ঐচ্ছিক বা মাঝে মাঝে পালনের বিষয় নয়। এটি একটি সাপ্তাহিক ফরজ ইবাদত, যা কারা কর্তৃপক্ষের নিশ্চিত করা বাধ্যতামূলক। মুসলিম বন্দিদের জামাতে নামাজ আদায়ের সুযোগ না দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ ক্যালিফোর্নিয়া কারা কর্মকর্তাদের নেই।

কেয়ার লস অ্যাঞ্জেলেসের সিভিল রাইটস ম্যানেজিং অ্যাটর্নি দিনা চেহাতা বলেন, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন- এর আইনি দায়িত্ব হলো আমাদের মক্কেলসহ সব মুসলিম বন্দিকে নিয়মিত ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া, প্রতিশোধ বা সহিংসতার ভয় ছাড়াই। কিন্তু বাস্তবে আমাদের মক্কেলকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং একটি ধর্মীয় বস্তু বহনের কারণে তাকে সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। কেউই নিজের নিরাপত্তা ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। আমাদের মক্কেলের সঙ্গে যা ঘটেছে, তা শুধু অন্যায় নয়-এটি বেআইনি।

মামলায় ফেডারেল আইন রিলিজিয়াস ল্যান্ড ইউজ অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড পারসনস অ্যাক্ট অনুযায়ী মুসলিম বন্দিদের ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে জুমার নামাজসহ অন্যান্য ধর্মীয় সেবায় সমান ও নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া, লিখিত অনুমোদন ছাড়াই একটি নামাজের চাদর বা জায়নামাজ বিছানার অভিযোগে এক মুসলিম বন্দির ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও হামলার জন্য সংশ্লিষ্ট এক কারা কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবিও করা হয়েছে।

এই মামলা ক্যালিফোর্নিয়ার কারা ব্যবস্থায় ধর্মীয় স্বাধীনতা রক্ষায় দীর্ঘদিনের কাঠামোগত ব্যর্থতাকে সামনে এনেছে এবং বন্দি অবস্থায় থাকা সব মানুষের ধর্ম নির্বিশেষে, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন-এর চলমান দায়িত্বের বিষয়টি নতুন করে তুলে ধরেছে।

শেয়ার করুন