নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ২৩ নভেম্বর জ্যামাইকাস্থ নবান্ন রেস্টুরেন্টে নরসিংদী জেলা সমিতি ইউএসএর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি পরিষদ (২০২৬-২০২৭) গঠন করা হয়, সভায় সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ, সাধারণ সদস্যসহ নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হারুন অর রশীদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত এবং নরসিংদী জেলাসহ সারা দেশে ভূমিকম্পে নিহত এবং আহতদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি জাহিদুল হক খান অরুন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সভাপতি। সূচনা বক্তব্যের পর সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ সদস্যসহ উপস্থিত সবাই নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
সাধারণ সভায় উপস্থিত সবার নিকট গত দুই বছরের সব কার্যক্রমের ওপর রিপোর্ট পেশ করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক। বিগত দুই বছরের প্রতিটি অনুষ্ঠানের হিসাব স্বচ্ছতার ডু লিপিবদ্ধ করে রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার মো. ওবায়েদুর রহমান ভূঁইয়া ইমন। রিপোর্ট পেশ করার পর উপস্থিত কয়েকজনের প্রশ্নের উত্তর দেন ট্রেজারার। এ সময় উপস্থিত সবাই তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার ভূয়সী প্রশংসা করেন।
এরপর উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনে একই পদে একাধিক প্রার্থী না থাকায়, নির্বাচন কমিশনে জমা দেওয়া একটি প্যানেলের সবাইকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ীরা হলেন-সভাপতি পদে মো. হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম তুহিন, সহ-সভাপতি বাবু সন্তোষ সাহা, মো. তাজুল ইসলাম কামাল, মো. কামরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খান, কোষাধ্যক্ষ মো. ওবায়েদুর রহমান ভূইয়া ইমন, সাংগঠনি সম্পাদক মো. আসাদ উজ জামান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক মো. আশরাফুল আজিজ মুরাদ, দফতর সম্পাদক মো. মাসুম ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল হোসেন, প্রচার সম্পাদক মো. ফারুক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা বেগম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন কাজি বাবুল, কার্যকরি পরিষদের সদস্যরা হলেন-মো. জাহিদুল হক খান অরুন, মো. বেলাল হোসেন, আলহাজ সহন ভূঁইয়া, মো. হাবিবুর রহমান হাবিব, মো. নাজমুল হোসেন ও মামুন আশরাফী।