২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৪৯:১৫ পূর্বাহ্ন


বিয়ানীবাজার সমিতির বিজয় দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৫
বিয়ানীবাজার সমিতির বিজয় দিবস পালন বিয়ানীবাজার সমিতির অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ


বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উদ্যোগে গত ২১ ডিসেম্বর ওজোনপার্কে বিয়ানীবাজার সমিতির ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব উদ্দীন আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারির মাহমুদুল রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা বেলাল উদ্দীন ফখরুল। বিশেষ অতিথি ছিলেন আহমদ মোস্তফা বাবুল। আরো উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন কমিশনের সদস্য শামীম আহমদ, বজলুর রহমান, আব্দুল জলিল চৌধুরী, প্রকাশক কামাল চৌধুর, নজরুল ইসলাম, আব্দুল ফাত্তাহ, আব্দুল হান্নান, জিল্লু আহমদ, এনাম উদ্দীন, প্রচার সম্পাদক আবু রাসেল, সদস্য ফরহাদ আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন সমিতির উপদেষ্টা বেলাল উদ্দীন ফখরুল। দোয়া পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য বজলু আহমদ।

অনুষ্ঠানে বিজয়ের মূল্যবোধকে ধারণ করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দোয়া মাহফিলে নিহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিজয় দিবসের আলোচনা সভার সমাপ্তি করেন।

শেয়ার করুন