০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অ্যাডভোকেট রকিব ব্রঙ্কসে সংবর্ধিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
অ্যাডভোকেট রকিব ব্রঙ্কসে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান


বরেণ্য আইনজীবী, শিক্ষানুরাগী এম এ রকিবের আইন পেশায় পঞ্চাশ বছর পূর্তিতে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর উদ্যোগে গত ২২ অক্টোবর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান। 

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। প্রবীণ আইনজীবী এম এ রকিবের বর্ণাঢ্য কর্মময় জীবন উপস্থিত সুধী মহলের সামনে তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠনের প্রাক্তন সভাপতি আহবাব চৌধুরী খোকন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জুনেদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সৈয়দ ইলিয়াস খসরু, সেবুল খান মাহবুব, মাহবুবুল আলম, মখন মিয়া, প্রফসর আব্দুল করীম, ফারমিস আক্তার, রেজা আব্দুল্লাহ প্রমুখ। 

 বরেণ্য অথিতিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান, সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, সাংস্কৃতিক সম্পাদক রানা জামান, কার্যকরি সদস্য চৌধুরী মোমিত তানিম। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ রকিব বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আগত সব অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি ওনার বিরাট কর্মময় জীবনসহ আইন পেশার বিভিন্ন বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি বলেন, আইন পেশার চেয়ে মহৎ পেশা আর হতে পারেনা যদি আপনি সৎ থাকেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় এবং বাকা'র পক্ষ থেকে ৫০ বছরের দীর্ঘ আইন সেবা প্রদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

শেয়ার করুন