১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৩৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গোলাপবাগ মাঠে বিএনপির নেতাকর্মী ঢল
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২২
বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু


রাজধানীর গোলাপবাগে শুরু হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ। নির্ধারিত সময় ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০.১০ মিনিটের দিকে শুরু হয়ে যায় এ সমাবেশ।  

এর আগে গতকাল ডিএমপি গোলাপবাগে সমাবেশের অনুমোদন দেয়ার পর থেকেই মানুষ চলে আসতে থাকে। রাতে মাঠে বিপুর সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে। রাতে অনেকে সেখানে ছিলেনও। এরপর ভোর থেকে সমাবেশস্থলে চলে যেতে থাকে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আগের দিন তাকে পল্টন থানায় একটা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগের রাতে তাকে ও তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকেও কারাগারে পাঠানো হয়।



 মির্জা ফখরুলের অবর্তমানে বিএনপির এ সমাবেশে সভাপত্বি করেন ড.খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে সমাবেশ থেকে দশ দফা কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশের মঞ্চে সকালেই যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান শ্রাবণ প্রমুখ। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন। তার সঙ্গে রয়েছেন ঢাকা উত্তরের আমিনুল ইসলাম।  


শেয়ার করুন