১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জ্যামাইকাবাসীর প্রত্যাশা পূরণে আফতাব সুপারমার্কেটের যাত্রা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
জ্যামাইকাবাসীর প্রত্যাশা পূরণে আফতাব সুপারমার্কেটের যাত্রা ফিতা কেটে আফতাব সুপার মাকের্টের উদ্বোধন


নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে জ্যামাইকা অন্যতম। বলা যায় জ্যামাইকা এখন বাংলাদেশীদের প্রিয় জায়গা। সেই জায়গাকে কেন্দ্র করে জ্যামাইকাতে বাংলাদেশী প্রতিষ্ঠান গড়ে উঠছে। তারই ধারাবাহিকতায় জ্যামাইকার (১৪৪-০১) হিলসাইড এভিনিউতে বাংলাদেশী মালিকানাধীন আফতাব সুপারমার্কেট-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো গত জানুয়ারি রোববার। এদিন সন্ধ্যায় জুয়েল আহমেদের মাতা ফিতা কেটে এই আফতাব সুপার মার্কেটের উদ্বোধন করেন। এই সময় কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষভাবে করা হয় দোয়া।


বক্তব্য রাখছেন সত্ত্বাধীকারী জুয়েল আহমেদ

আফতাব সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপার মার্কেটটির কর্ণধার বাংলাদেশী ব্যবসায়ী জুয়েল আহমেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সুপারমার্কেটটির ম্যানেজার ফরহাদ হাসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রুহেল আহমেদ, সাইকুল ইসলাম প্রমুখ। এরপর অতিথিদের নিয়ে ফিতা কাটেন জুয়েল আহমেদ-এর মা রোকেয়া আহমেদ। পরবর্তীতে বিশেষ মুনাজাত পরিচালনা করেন রোকেয়া আহমেদ-এর নাতি হাফেজ রাইয়ান খলিল আহমেদ।

অনুষ্ঠানে টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ইউএসএনিউজ অনলাইন ডট কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।


আফতাব সুপার মার্কেটের পণ্য সামগ্রি

ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, কুইন্স ছাড়াও লং আইল্যান্ডের গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যেই গত গত ১৮ ডিসেম্বর, রোববার থেকে প্রাথমিকভাবে সুপার মার্কেটটি চালু হয়েছে। নতুন বছরের শুরুতে জানুয়ারি রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। প্রতিষ্ঠানটির সাফল্যে তিনি কমিউনিটির সকলের দোয়া সহযোগিতা কামনা করেন। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র ছাড়াও তাজা শাক সবজি, চাল-ডাল, ক্রোকারিজ সহ সংসারের নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে এই সুপারমার্কেটে। থাকবে পছন্দের দেশী-বিদেশী মাছ। আরো থাকবে হালাল মিট। তিনি বলেন, এটি একটিওয়ান স্টপ সুপার মার্কেট সনাতন ধর্মাবলম্বীদের জন্য পৃথক মিট কাটার থাকবে। বিশাল পরিসরের সুপারমার্কেটটিতে রয়েছে পার্কিং সুবিধা। তিনি আরো বলেন, আমরা ১০০% হালালের নিশ্চয়তা দিচ্ছি এবং সেই সাথে থাকবে সূরভ মূল্য। তিনি বলেন, আমাদের কোন ভুল হলে তা অবশ্যই আমাদের জানাবেন। যাতে করে আমরা নিজেদের সংশোধন করতে পারি। ছাড়াও থাকবে ফ্রেশ শাকসব্জি এবং নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। উদ্বোধন উপলক্ষে এখন চলছে বিশেষ সেল। তিনি বলেন, জ্যামাইকায় সবচেয়ে বড় সমস্যা হলো পার্কিং কিন্তু আমাদের এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তিনি সকল প্রবাসী বাংলাদেশীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন