০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মিশিগানে একই দিনে ছয়টি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জুয়েল খান, মিশিগান থেকে
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
মিশিগানে একই দিনে ছয়টি সংগঠনের  ইফতার মাহফিল অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির  ছয়টি সামাজিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল ১৭ এপ্রিল রবিবার  একই দিনে পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ সমিতি মিশিগানের উদ্যোগে  হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে অবস্থিত রেশমী রেষ্টুরেন্টে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হেলাল খান।

গোলাপগঞ্জ সমিতি মিশিগানের সাধারণ সম্পাদক খোকন আহমদের পরিচালনায় ইফতার ও দোয়া মাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের  প্রধান ইলেকশন কমিশনার  শাহ খালিশ  মিনার।  দোয়া মাহফিলে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএস এর  সভাপতি হেলাল  উদ্দীন রানা। সহসভাপতি   শফিক রহমান। ইফতারের পূর্বে দোয়া মাফিল পরিচালনা করেন মাওলানা আবু তাহের। 

হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে মদিনা রেষ্টুরেন্টে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  জকিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ  ইফতার মাফিলওয়ারেন সিটির আল-ইহসান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে  অংশ  নেয়ায় কমিউনিটার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে ধন্যবান জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ   সভাপতি কাজী এবাদ ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ।

 হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে অবস্থিত কাবাব হাউসে ঢাকা দক্ষিণ ভাদেশ্বরবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশ নেয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মামুন উদ্দীন সমছু ও আলিমুজ্জামান আজাদ।

ঢাকা বিভাগ কল্যাণ সংঘ মিশিগান  এর  ইফতার ও দোয়া মাহফিল  ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব হাউসে অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি  ফিরোজ মাহমুদের সভাপতিত্বে  এবং সংগঠনের  সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ সবাইকে উপস্থিত  হওয়ায়  ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। 

হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর ইফতার মাফিল হ্যামট্রামিক সিটির কনান্ট রোডে বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের দোয়া ও ইফতার মাহফিলের বক্তব্য রাখেন হবিগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর  সভাপতি সাহিন আহমদ ও সাধারণ সম্পাদক শেখ তাজ উদ্দীন।

শেয়ার করুন