০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গণফোরামের সভাপতি পরিষদের সভায় ড. কামাল হোসেন
‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২২
‘গণতন্ত্র, আইনের শাসনের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকট’


ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকারের অনুপস্থিতি আজকে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণ। সীমাহীন দূর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচার অর্থনৈতিক সংকটের এবং তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য-গ্যাস-বিদ্যুৎতের দাম বাড়ানোর কারণে মানুষের দূর্দশার অন্যতম কারণ। 

আজ বেলা ১১ টায় ড. কামাল হোসেনের মতিঝিলস্থ চেম্বারে অনুষ্ঠিত গণফোরামের সভাপতি পরিষদের সভায়  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বিদ্যমান সংকট সৃষ্টির মূল কারণ সরকারের সমর্থন পুষ্ট সিন্ডিকেট এবং স্বয়ং সরকার। আগামী জাতীয় সাধারণ নির্বাচন সামনে রেখে আজ দেশে চরম সংঘাত-সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। 



সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান, মফিজুল ইসলাম খান কামাল, এড. আলতাফ হোসেন, এড. আব্দুল মোমেন চৌধুরী, মোশতাক আহম্মেদ, এড. সেলিম আকবর, এড. সুরাইয়া বেগম, শাহ নূরুজ্জামান,  মো. ইয়াসিন প্রমূখ।


শেয়ার করুন