০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে শেখর কৃষ্ণানের নির্বাচনী জনসংযোগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে শেখর কৃষ্ণানের নির্বাচনী জনসংযোগ বক্তব্য রাখছেন আবু জাফর মাহমুদ


নিউইয়র্ক সিটির ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান তার পুনর্নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে গত ২ জুন জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার পরিদর্শন করেছেন। জুমার নামাজের খুতবার আগে মসজিদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার ডেমোক্র্যাট রাজনীতিক আবু জাফর মাহমুদ। শেখর কৃষ্ণান জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিকসহ উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি বলেন, জ্যাকসন হাইটস, উডসাইড ও এলেমহার্স্টের মুসলিম বাঙালি কমিউনিটি আমার নিজস্ব কমিউনিটি। এই কমিউনিটির সব ভালো-মন্দের জন্য আমি ও আমার অফিস সদা প্রস্তুত। বাংলাদেশিদের সেবার জন্যই আমার অফিসের সহকারী হিসেবে বাঙালি কর্মকর্তা রয়েছেন। তিনি সব সময় আপনাদের পাশে রয়েছে।

মূলধারার রাজনীতি অনুশীলনের সংগঠন ইউনাইটেড ফর প্রোগ্রেস ও জয় বাংলাদেশ ইনকের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ বলেন, শেখর কৃষ্ণান তার নির্বাচনী এলাকার বাংলাদেশিরে প্রতিটি দাবি ও প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে আসছেন। জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট তারই ফসল। এবার রমজানে তিনি ইন্টারফেইথ ইফতার আয়োজন করে সব ধর্মীয় কমিউনিটির সম্মানিত ব্যক্তিদের বিশেষ সম্মাননা দিয়েছেন। এটি অনেক বড় দৃষ্টান্ত।

কৃষ্ণান বলেন, এটি আমার জন্যেও গর্বের যে আমি বাংলাদেশি কমিউনিটির জন্য সিটি কাউন্সিলে আমার কণ্ঠস্বর উচ্চকিত করতে পেরেছি। ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট হিসেবে নামকরণ করতে পেরে আমি নিজেও ধন্য হয়েছি। এখন এটি আমাদের গোটা কমিউনিটির জন্য একটি মাইলফলক হয়েছে। আমি এ পর্যন্ত বাংলাদেশি কমিউনিটির জন্য যা কিছু করতে পেরেছি, তার পেছনে এই কমিউনিটির নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অনেক বড় অবদান রয়েছে। এখানকার বাংলাদেশি ব্যবসায়ী, ট্যাক্সিচালকসহ সব পেশাজীবীদের নিজস্ব প্রয়োজনগুলো মেটানোর জন্য আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। বিশেষ করে বাংলা ভাষায় তাদের বিষয়গুলো বুঝে যাতে সেবা প্রদান করা যায়, সে ব্যাপারটি আমরা নিশ্চিত করেছি।

শেখর বলেন, আমি আবারো নির্বাচন করতে যাচ্ছি এবং প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ২৭ জুন পুনর্নির্বাচন। আমি প্রত্যাশা করি, আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা আমার জন্য থাকবে।

বাংলাদেশি কমিউনিটির পক্ষে আবু জাফর মাহমুদ বলেন, কিছু কিছু স্কুলে হালাল খাবার দেওয়া হলেও সব স্কুলে এই ব্যবস্থাটি এখনো চালু হয়নি। সেসব স্কুলে আমাদের আমাদের সন্তানদের উপবাস কাটাতে হয়। এ বিষয়ে তিনি শেখর কৃষ্ণানের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে শেখর অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, সিটি কাউন্সিলে এ বিষয়ে একটি সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য আমার মুখ্য ভূমিকা থাকবে। একই সঙ্গে আবু জাফর মাহমুদ বিভিন্ন ধর্মীয় দিবস ছুটি ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মাওলানা আব্দুস সাদিক, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার থেকে প্রকাশ্যে মাইকে আজান দেওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন