৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ৬:৪৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


জর্জিয়ায় মুসলিম ছাত্রীর শিরশ্ছেদের হুমকির অভিযোগে শিক্ষক গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
জর্জিয়ায় মুসলিম ছাত্রীর শিরশ্ছেদের হুমকির অভিযোগে শিক্ষক গ্রেফতার বেঞ্জামিন রিস


শ্রেণিকক্ষের দেওয়ালে ইসরায়েলি পতাকা দেখে জর্জিয়ার ওয়ার্নার রবিনস মিডল স্কুলের একজন মুসলিম ছাত্রী বিরক্ত হওয়ায় ক্লাসের শিক্ষক ১৩ বছর বয়সী এক মুসলিম ছাত্রীর শিরশ্ছেদ করার সন্ত্রাসী হুমকির অভিযোগে স্কুলের ৫১ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষক বেঞ্জামিন রিসকে গত ৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী সাক্ষী দেওয়ার পর স্কুল প্রশাসন পুলিশকে বিষয়টি জানায়।

ঘটনার রিপোর্ট অনুযায়ী, স্কুলের সার্ভিলেন্স ভিডিওতে দেখা গেছে, রিস হলওয়েতে তিন ছাত্রকে অনুসরণ করছেন। যখন স্কুলের অধ্যক্ষ এবং শেরিফের ডেপুটি মুখোমুখি হয়েছিল রিস প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক হয়েছিল বলে উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাক্রম যাই হোক রিস প্রিন্সিপালকে বলেছিলেন যে, একজন ছাত্রী তার শ্রেণিকক্ষে এসে তাকে জানায় সে ইসরায়েলি পতাকাকে আক্রমণাত্মক বলে মনে করেছে। রিস দাবি করেছেন, তিনি ছাত্রীকে বলেছিলেন তিনি ইহুদিবিরোধী ছিলেন, কিন্তু ‘বর্ণবাদী কিছু’ বলেছেন বলে অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে আরো আলোচনা করতে গেলে রিস রেগে যান এবং ‘আক্রমণাত্মকভাবে দরজার স্টপারে লাথি মারেন’ এবং জিজ্ঞেস করেন ডেপুটি কোন ক্ষমতায় এখানে উপস্থিত ছিলেন, স্কুল রিসোর্স অফিসার বা হিউস্টন কাউন্টি শেরিফ অফিসের একজন সদস্য হিসেবে তিনি উপস্থিত ছিলেন। রিস তখন ডেপুটিকে বলেন, তার কাছে বলার জন্য আর কিছু নেই এবং এটা তার নাগরিক অধিকার।

একটি বিবৃতিতে হিউস্টন কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট বলেছে, আমাদের ছাত্র এবং কর্মীদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের এক নম্বর অগ্রাধিকার। স্কুল ডিস্ট্রিক্টের সব শিক্ষক-কর্মচারীদের নৈতিকতার কোড মেনে চলতে হবে এবং একজনের লঙ্ঘন বা অভিযোগ তদন্তের জন্য অন্যকে প্ররোচিত করবে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবরের পরে আমেরিকায় সাহায্যের জন্য ২ হাজারেরও বেশি অভিযোগ এবং হেইট ক্রাইম রিপোর্ট হয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-জর্জিয়ার নির্বাহী পরিচালক আজকা মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বেঞ্জামিন রিসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তার বিরুদ্ধে অভিযোগ তিনি একটি শিশুকে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। আমরা আশা করি, এই শিক্ষক যদি সত্যিই এমন মন্তব্য করে থাকেন, যেটি তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাকে যেন ক্লাসে দেওয়া যাবে না, যে ক্লাসে মুসলিম ছাত্রছাত্রী রয়েছে।

শেয়ার করুন