৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৭:০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


সুনীতির কি নীতি?
জাকিয়া রহমান
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
সুনীতির কি নীতি?


ও পাড়ার সুনীতি করে শুধু রাজনীতি,  

নাম সুনীতি বটে, তবে ‘নীতি কি সুনীতি’?  

বুঝি না রাজা নেই, তবু কেন রাজার নীতি?

কোথায় সে তোমার রাজা বলতো সুনীতি?

তুইতো বুঝিস না কিছুই, আরে ধুর বোকা! 

‘রাজ করা’ মানে শাসন, গণতন্ত্র এক ধোঁকা।  

যে নীতি রাখে দাবিয়ে, বেওকুফ জনতাকে- 

বসে রাজ জাঁকিয়ে, রাজনীতি বলে তাকে।  

লোভের বেসাতি মেলে, ভুলিয়ে ভালিয়ে! 

মিছেমিছি মিষ্টি কথার শত ফিকির চালিয়ে।  


কি বলিস! আমি জানি সব নাকি গণতন্ত্র?   

জনগণ যাই বলে, তাই নাকি হয় সব মন্ত্র?  

কি বলিস নতুন কথা! মাথা দেখি বড় শক্ত! 

তোর সেই বক্তৃতা ‘বন্ধুরা, শেষবিন্দু রক্ত

দিয়ে করবো রা, সোনার বাংলার স্বাধীনতা’।

আজ সেটা কৌতুক! পেয়েছিস পরাধীনতা?

আদর্শের পরছায়া জমিয়েছে কঠিন প্রস্তর  

তোর বুদ্ধিহীন মস্তিষ্ক তাই শুধু খায় টক্কর! 

বাউন্সিং বল যেমন প্রতিপদে জীবন চক্করে।  

এ প্যাঁচাল কিছুতে ঢুকবে না আমার মাথাতে। 

সব জানি, তাই আমি প্রস্তর আজ। চাস ভোট!

জানি, তোর চক্কর বক্কর! পাবি না, চল ফোট! 

এসেছিস পাঁচ বছর পরে, তোর নেই নীতি!

কোন আক্কেলে কে রেখেছে নাম তোর সুনীতি?  


শেয়ার করুন