০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জো বাইডেনের ‘আগ্রাসন ঠেকাতে এ অর্থ প্রদানের ঘোষনা
কিয়েভের জন্য ৩৩০০ কোটি ডলারের প্যাকেজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
কিয়েভের জন্য ৩৩০০ কোটি ডলারের প্যাকেজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন/ফাইল ছবি


ইউক্রেনের জন্য বড় ধরনের একটা সহায়তা তহবিল প্রদানের ঘোষনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক,অর্থনৈতিক ও মানবিক সহায়তা হিসেবে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছেন তিনি। রাশিয়ার উপর ‘হামলা নয় বরং আগ্রাসন ঠেকাতে’ কিয়েভকে এ সহায়তা বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবী করা হয়েছে। রয়টার্স 

বৃহস্পতিবার হোয়াইট হাউজে  দেয়া ভাষনে কংগ্রেসকে এই অর্থ অনুমোদন দেয়ার কথা বলেন বাইডেন। এ প্যাকেজের মধ্যে রয়েছে সামরিক খাতে দুই হাজার কোটি ডলার, অর্থনৈতিক খাতে ৮৫০ ও ৩০০ কোটি ডলার বরাদ্ধ দেয়া হয়েছে মানবিক খাতে। 

এটা একেবারে সহজ কিছু নয় উল্লেখ করে বাইডেন বলেন, আগ্রাসন বন্ধ না হলে এর চেয়েও চড়া মুল্য দিতে হবে। জো বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে যত সামরিক সহায়তা দিয়েছে,তা সেখানে রাশিয়ার মোতায়েন করা প্রতিটি ট্যাংকের বিপরীতে ১০টি ট্যাংক বিধ্বসী অস্র দেয়ার শামিল। 


শেয়ার করুন