২১ মে ২০১২, মঙ্গলবার, ০৫:৩৫:৫৫ পূর্বাহ্ন


আবারও স্বপ্নভংগ দ.আফ্রিকার
বিশ্বাকপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্ধি অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৩
বিশ্বাকপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্ধি অস্ট্রেলিয়া ডি কক। স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের ফাইনালটা অধরা থাকলো এবারও তাদের/ছবি সংগৃহীত


দক্ষিন আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে হারিয়েছে তারা দক্ষিন আফ্রিকাকে
৩ উইকেটে। ইডেন গার্ডেনে এর আগের সেমিতে ছিল রান ঝড়। কিন্তু এ ম্যাচটা সে তুলনায় হয়েছে লো’স্কোরিং। প্রথম ব্যাটিং করতে নেমে দক্ষিন আফ্রিকা মিলারের সেঞ্চুরীর সুবাদে কোনোমতে ২১২ রান করে অলআউট হয়ে। দুই বল হাতে রেখে অলআউট তারা।

স্টার্ক নেন তিন উইকেট। এরপর অস্ট্রেলিয়া খেলতে নেমে সহজ জয় পাবে বলে যে ধারনা করা হয়, সেটা কিন্তু হয়নি। ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় তারা। হেড করেন ৬২ রান। এ ছাড়া স্মিথের ৩০ রান উল্লেখযোগ্য। ফাইনালে ভারতের মুখোমুখী হবে অস্ট্রেলিয়া শিরোপা লড়াইয়ে। অপরদিকে এবারও স্বপ্নভঙ্গ হলো প্রোটিয়ার। বিশ্বকাপের সুচনা দারুন করলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ভেঙ্গে পরলো তারা।

সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২১২/১০, ৪৯.৪ ওভার (মিলার ১০১, ক্লাসেন ৪৭, স্টার্ক ৩/৩৪)।
অস্ট্রেলিয়া : ২১৫/৭, ৪৭.২ ওভার (হেড ৬২, স্মিথ ৩০, শামসি ২/৪২)।

ফলাফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

শেয়ার করুন