৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৮:০২ পূর্বাহ্ন


জকিগঞ্জ সোসাইটির চমৎকার বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
জকিগঞ্জ সোসাইটির চমৎকার বনভোজন জকিগঞ্জ সোসাইটির বনভোজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাম একটি দুলর্ব ফল। শুধু তাই তাও যদি পাওয়া যায় তার দাম থাকে আকাশচুম্বি। সেই বর্তা বানিয়ে বিলি করা হয় বনভোজনে আহতদের মাঝে। আরো ছিলো ঝালমুড়ি। আম বর্তা, বরই বর্তাসহ নানা আয়োজন। আয়োজকদের চমৎকার আয়োজন সবাইকে বিমোহীত করেছেন। চমৎকার এবং পরিচ্ছন্ন জকিগঞ্জ সোসাইটির বনভোজন গত ১৩ জুলাই লংআইল্যান্ড সিটির কুইন্স ব্রিজ পার্কে অনুষ্ঠিত হয়। প্রকৃতির অপরূপ রূপ এবং গাছের শীতল ছায়ায় দিনব্যাপী সবাই আনন্দ- উৎসব এবং আড্ডায় নিটোল সময় কাটিয়েছেন। প্রবাসে এখন বনভোজনে মৌসুম চলছে। সব বনভোজনেই কমবেশি ছন্দপতন হয় কিন্তু জকিগঞ্জের বনভোজনে তার ছিটেপোটাও ছিলো না। বর্তমান কার্যকরি কমিটি এবং আহবায়ক কমিটির প্রতিটি মানুষের আন্তরিকতা বনভোজনে আগতদের হৃদয় স্পর্শ করেছেন। অত্যন্ত পরিচ্ছন্ন এই বনভোজনে যারাই এসেছেন, তারাই আয়োজকদের আতিথিয়তায় মুগ্ধ হয়েছেন। বনভোজনে আড্ডা ছিলো, খেলাধুলা ছিলো, র‌্যাফেল ড্র ছিলো, খাবার ছিলো। দিন শেষে ছিলো পুরস্কার বিতরণী।

স্মরণীয় এই বনভোজনে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি কবির চৌধুরী এবং পরিচালনা করেছেন সাবেক সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বনভোজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, আব্দুল জলিল, জালালাবাদ এসোসিয়েশনের (একাংশের) সভাপতি মইনুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, শেকিল আহমেদ, এডভোকেট এমাদ উদ্দিন, ময়জ উদ্দিন, জালালাবাদের কোষাধ্যক্ষ মঈনুজ্জামান, কামাল আহমেদ, লায়েছ আহমেদ, জামাল হোসেন। এসময় অতিথিদের স্বাগত জানান বনভোজনের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, নজরুল ইসলাম, বনভোজনের মেম্বার সেক্রেটারি আব্দুল বাছিত। বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আহমদ আবুল কালাম, কাজী কামরুল হাসান, আব্দুল গাফ্ফার, কাজী হোসেন, আব্দুল মতিন, ছাদিকুর রহমান, আতিক আহমেদ, নাজমুল শেলি, আনোয়ারুল ইসলাম, শামছ উদ্দিন, মোরশেদ আহমদ তাপাদার, রেদওয়ান লস্কর, মোহাম্মদ জাফরুল ইসলাম, উপদেষ্টা আবিদুর রহিম, সৈয়দ আতিকুর রহমান, হাবিবুর রহমান মানিক, নাজমুল ইসলাম প্রমুখ।

র‌্যাফেল ড্রতে স্বর্ণের চেইন, স্বর্ণের রিংসহ ১০টির বেশি পুরস্কার দেয়া হয়। পড়ন্ত বিকেলে সভাপতি কবির চৌধুরী ও আহবায়ক বিলাল চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন