০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৪৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কনসাল জেনারেলের সাথে প্রতিনিধিদলের বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
কনসাল জেনারেলের সাথে প্রতিনিধিদলের বৈঠক কনসাল জেনারেলের সাথে ট্রেনিং কোলাবোরেশন প্রোগ্রাম অন কোস্টাল রেজিলিয়েন্স প্রতিনিধিদলের বৈঠক


জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গত ২ ডিসেম্বর কনস্যুলেটে ‘ট্রেনিং অ্যান্ড কোলাবোরেশন প্রোগ্রাম অন কোস্টাল রেজিলিয়েন্স’-এ অংশগ্রহণকারী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। প্রতিনিধিদলে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন। এ সময়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট রিসার্চ প্রফেসর মাইকেল স্টেকলার উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য সম্পর্কে আলোকপাত করেন, বিশেষ করে বাংলাদেশ সরকার প্রদত্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ডেল্টাপ্ল্যান-২১০০ প্রণয়নের কথা উল্লেখ করেন। এসডিজি-২০৩০ অর্জনে সম্ভাব্য সকল ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতির প্রয়োগে সরকারের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। 

জলবায়ু পরিবর্তনজনিত কারণে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ বর্ণনাকালে আলোচকবৃন্দ বলেন, সমুদ্রপৃষ্ঠের জলরাশির উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের ক্ষতির কারণ হতে পারে, যার ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাসকারী তাৎপর্য সংখ্যক মানুষের  বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এর ফলে অভ্যন্তরীণ নদীসমূহে লবণাক্ততা বৃদ্ধির ফলে শস্য উৎপাদন ও মিঠা পানির মাছ চাষে ক্ষতির আশঙ্কা আছে এবং এর ফলশ্রুতিতে খাদ্যনিরাপত্তা বিঘিœত হতে পারে বলে তাঁরা উল্লেখ করেন। এজন্য ব্যাপকভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে মন্তব্য করে অংশগ্রহণকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে এ সংক্রান্ত  ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য ধন্যবাদ জানান। 

সফররত প্রতিনিধিদল ট্রেনিং প্রোগ্রামের কোর্স কারিকুলামের বিষয়বস্তুর ওপর সন্তোষ প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান তাঁদের প্রকল্প বাস্তবায়নের  কাজে আরো সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন। কনস্যুলেটে মতবিনিময় সভার  আয়োজন করায় তাঁরা  কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উক্ত ট্রেনিং প্রোগ্রামটিতে অংশগ্রহণের নিমিত্তে প্রতিনিধিদলটি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

শেয়ার করুন