০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নীতিতে অটল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নীতিতে অটল ম্যাথিউ মিলার


নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সরকারের তৈরি করা চলমান অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব পক্ষের সঙ্গে তার আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, বাংলাদেশে সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য একত্রে কাজ করতে যুক্তরাষ্ট্র তার আহবান অব্যাহত রাখবে।

গত ৪ ডিসেম্বর সোমবার স্টেট ডিপার্টমেন্টের ওই ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্ন ছিল ‘এক অস্বাভাবিক পরিবেশের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। তারা ২০ হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে, কারা হেফাজতে মৃত্যু বাড়ছে, বিগত ছয় দিনে বিএনপির ৩ নেতার কারা হেফাজতে মৃত্যু হয়েছে, কর্মীকে আটক করতে না পেরে আটক করছে তার পরিবারের সদস্যদের এবং নির্বাচনে নিজেদের জয়কে বৈধতা দিতে সরকার কিংস পার্টি তৈরি করেছে এবং সেখানে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপিসহ যখন দেশটির অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছে, সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে সেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়টিকে বিবেচনা করছে?’

এর জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথুউ মিলার বলেন, “নির্বাচনে কি হতে যাচ্ছে, আমি এখনই অনুমান করতে চাচ্ছি না। আমি সেটাই বলবো, যেটা এর আগে বেশ কয়েকবার বলেছি, আমরা সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবো। তাদেরকে আহবান জানাবো বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাই যেনো একত্রে কাজ করে।”

শেয়ার করুন