১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক


সম্প্রতি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদানের পর থেকেই যেন প্রাণ ফিরে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুষ্ঠানে আগতদের সঙ্গে তার সহাস্য কথাবার্তা ও কুশলবিনিময় দৃষ্টি কেড়েছে। এবার তার সঙ্গে তার গুলশানস্থ কার্যালয়ে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।

এ সময় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে হাসিখুশিভাবেই কথা বলতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রীকে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ এ যান সৌদি রাষ্ট্রদূত। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যএ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তাকে শর্তসাপেক্ষ বাসায় থাকার অনুমতি দেওয়া হয় বহু পরে। কিন্তু বাসায় থাকলেও তার সঙ্গে কারো দেখা করার অনুমতি ছিল সীমিত। তিনি হাসপাতাল টু বাসা এভাবেই চলে আসছেন। লড়েছেন তার অসুস্থতার সঙ্গে।

তবে দলের নেতৃবৃন্দের সঙ্গে মাঝেমধ্যে সাক্ষাৎ ঘটতো। বিশেষ করে ঈদ পার্বণে। তবে বিদেশি কোনো রাষ্ট্রদূত বা এ জাতীয় কোনো ব্যক্তিদের বিরুদ্ধে ওই ২০১৮-এর ৮ ফেব্রুয়ারির পর এবারই সাক্ষাৎ ঘটলো খালেদা জিয়ার। যা তিনি করলেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে।

শেয়ার করুন