০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মিরপুরে এক দিনে ১৫ উইকেটের পতন
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
মিরপুরে এক দিনে ১৫ উইকেটের পতন


বাংলাদেশ ক্রিকেটের দুর্গম দুর্গ শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম উইকেটে আজ বাংলাদেশ নিউজিল্যান্ড চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম দিনশেষে স্পষ্ট হয়েছে স্পিনারদের প্রধান্য। এক দিনে উইকেটের পতন ১৫টি। ধীর, নিচু ,ঘূর্ণি উইকেটে মেঘলা আকাশের নিচে টস জয় করে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ১৭২। উইকেটের চরিত্র দেখেই আঁচ করা গিয়েছিলো এই উইকেটে বাংলাদেশের বিশ্বমানের স্পিনার্স মেহেদী মিরাজ আর তাইজুলকে খেলা সহজ হবে না। শুরু থেকে সঠিক লাইন লেংথ বজায় রেখে তুখোড় বোলিং করে স্পিনার্স যুগল। তরুণ দলটি ছিল জয়ের নেশায় উজ্জীবিত।


তুখোড় গ্রাউন্ড ফিল্ডিং এবং অপূর্ব দক্ষতার কিছু ক্যাচ লুফে বাংলাদেশ ১২.৪ ওভারেই ৫৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে কোনঠাসা করে ফেলেছে অতিথি দলকে। অনেকের হয়তো স্মরণ আছে ১৯৭১ এই দিনে মরণপণ যুদ্ধ রত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছিলো। হয়তো ঐতিহাসিক দিনকেই স্মরণে রেখে দুরন্ত দুর্বার বাংলাদেশ আজ শেষ বিকেলে জ্বলে উঠেছিল সম্ভবত। হয়তো উইকেট নিয়ে কিছু কথা হবে। কিন্তু পেশাদার ক্রিকেটে সব ধরণের উইকেট এবং পরিবেশে খেলতে হয়।


প্রথম দিন শেষে ১১৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ। যত সময় যাবে এই উইকেটে ব্যাটিং করা ততই কঠিন হবে। প্রথম ইনিংসে ৬০-৭০ রান লিড নিয়ে বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে ২০০ রান করে ২৫০ লক্ষ্য দিতে পারে অতিথি দলকে সিরিজ জয়ী হবে বাংলাদেশ। ক্রিকেট যতই গৌরবজ্জল অনিশ্চয়তার খেলা হোক না কেন এই টেস্ট হয়তো বড় জোর চতুর্থ দিনে গড়াতে পারে।


বাংলাদেশ টেস্ট জয় করে একটু তাড়াহুড়ো করেছে বলবো। উইকেটে অসম বাউন্স,বড় টার্ন সবই ছিল। কিন্তু যেভাবে আউট হয়েছে জয়, জাকির ,শান্ত ,মোমিনুল আরো সতর্ক হলে অন্তত দুটি উইকেট কম খোয়া যেত প্রথম সেশনে। অভিজ্ঞ মুশফিক এবং তরুণ শাহাদাত দিপু ৫ম উইকেট জুটিতে ৫৭ রান যোগ করে সামাল দিয়েছিলো। কিন্তু কি যে হলো অভিজ্ঞ মুশফিকের। ৮৩ বলে ৩ চার, এক ছয়ে ৩৫ রান করা মুশফিক ব্রেন ফ্রিজ হয়ে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসাবে হ্যান্ডলড ডি উইকেট হলো। ১০৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ সংগ্রাম করে ১৭২ পর্যন্ত পৌঁছায়। উইকেটে বল পরে ঘুরছিলো লাটিমের মত।  নিউজিলান্ডের হয়ে তিন স্পিনার গ্লেন ফিলিপ্স (৩/৩১) , মিচেল সান্টনার ( ৩/৬৫ ) এবং আইয়াজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশ ইনিংসকে নিয়ন্ত্রণের সীমায় বেঁধে রেখেছিলো।


বাংলাদেশ ইনিংসে উইকেটের চরিত্র দেখে অনুমান করেছিলাম এই উইকেটে মেহেদী মিরাজ এবং তাইজুলকে খেলা এতো সহজ হবে না। হলোও তাই। নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানরা অনেকটা আতঙ্কগ্রস্থ হয়ে মিরাজ ( ৩/১৭) ,তাইজুল ( ২/২৯) মোকাবিলায় আত্মসমর্পণ করলো। আলোক স্বল্পতায় নিদৃস্ট সময়ের আগে দিনের খেলা শেষ না হলে নিউজিল্যান্ডের পরিস্থিতি ৫৫/৫ থেকেও করুন হতে পারতো।


কাল দ্বিতীয় দিন যদি বাংলাদেশ প্রথম ইনিংসে ৬০-৭০ রানের লিড পেয়ে সতর্কতার সঙ্গে ব্যাটিং করে অতিথি দলকে ২৫০+ টার্গেট দিতে পারে, টেস্ট এবং সিরিজ জয়ের সম্ভাবনা সৃষ্টি হবে। শরিফুল এবং শাহাদাত দিপু দুটি অসাধারণ ক্যাচ লুফে নিয়েছে। মনে হয় যেন কোনো জাদুর কাঠির ছোয়ায় বাংলাদেশের খেলোয়াড়েরা জেগে উঠেছে। শারীরিক ভাষা সম্পূর্ণ পাল্টে গেছে। বর্তমান অবস্থা বজায় থাকলে বাংলাদেশ টেস্ট এবং সিরিজ জয় অর্জন না  করার কারণ দেখি না। তরুণ দলটিকে জয়ের নেশায় উজ্জীবিত চনমনে মনে হচ্ছে। বিজয়ের মাসে সিরিজ ধবল ধোলাই বাংলাদেশ ক্রিকেটকে নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত করবে।  

শেয়ার করুন