নিউইয়র্ক সিটি হলের এশিয়ান বিষয়ক পরিচালক এবং মেয়রের বিশেষ উপদেষ্টা উইনি গ্রেকো বর্তমানে গুরুতর তদন্তের মুখোমুখি। দীর্ঘদিন ধরে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী প্রচারের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসা উইনি গ্রেকোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। অভিযোগগুলো নিউ ইয়র্ক সিটি অভ্যন্তরীণ তদন্ত বিভাগ এবং ফেডারেল কর্তৃপক্ষের নজরে এসেছে। ২০২৩ সালের নভেম্বর মাসে দ্য সিটি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় গ্রেকো একটি সম্ভাব্য সিটি কর্মীকে তার ব্যক্তিগত কাজে নিযুক্ত করতে বাধ্য করেছিলেন। অভিযোগ করার পর ঐ সিটি কর্মীকে যাকে পরে সিটি কর্তৃক নিয়োগ দেওয়ার পর তিনি তার নিজ বাড়ির কাজ করার জন্য চাপ দিয়েছিলেন। একই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, উইনি গ্রেকো তার প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থায় দান করার জন্য বিভিন্ন দাতাদের ওপর চাপ প্রয়োাগ করেন এবং এই দানের বিনিময়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ প্রদান করেন।
অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এফবিআই এজেন্টরা তার ব্রঙ্কসের দুটি বাড়িতে এবং কুইন্সের নিউ ওয়ার্ল্ড মলে অভিযান চালায়। এই অভিযান থেকে আরো জানা যায় যে, সেখানে অ্যাডামসের নির্বাচনী প্রচারে অবৈধ তহবিল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। গ্রেকো তখন অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন, সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন এবং ২০২৪ সালের মে মাসে তাকে বেতন বৃদ্ধি দেওয়া হয়। এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে এবং গ্রেকোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।