০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:৩৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ১৩ জানুয়ারি ওয়াশিংটনে বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৪
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ১৩ জানুয়ারি ওয়াশিংটনে বিক্ষোভ


ইসরায়েলের আগ্রাসন থেকে গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং ফিলিস্তিন দখলে মার্কিন অর্থায়ন বন্ধ, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়বদ্ধ করতে আগামী ১৩ জানুয়ারি শনিবার ন্যাশনাল মল, ১৬০০ কনস্টিটিউশন অ্যাভিনিউ, ওয়াশিংটন ব্যাপক বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দুই শতাধিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ধর্মীয় সংগঠন বিক্ষোভ মিছিলের সমর্থন করছে। সেই সাথে ১৩ জানুয়ারি ’মার্চ অন ওয়াশিংটন ফর গাজার জন্য’ ডিসিতে যোগদান করবে বলে আমেরিকান মুসলিম টাস্ক ফোর্স ফর প্যালেস্টাইন এক বিবৃতিতে জানিয়েছে।

আমেরিকান মুসলিম টাস্ক ফোর্স ফর প্যালেস্টাইন ও আমেরিকাভিত্তিক সারা বিশ্বে যুদ্ধ এবং বর্ণবাদ বন্ধ করতে কাজ করা মানবাধিকার সংগঠন- এ্যাক্ট নাও টু স্টপ ওয়ার এন্ড স্টপ রেসিজম (এএনএসএআর )এর পার্টনারশীপে কোয়ালিশনের সাথে অংশীদারিত্বে এই আয়োজন। বিক্ষোভ মিছিল ও সমাবেশের কে-স্পন্সর হিসাবে রয়েছে আমেরিকান মুসলিম টাস্ক ফোর্স অন প্যালেস্টাইন (এএমপি), মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস), ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা (আইসিএনএ), মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা), কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার), মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-ন্যাশনাল (এমএসএ), মুসলিম লিগ্যাল ফান্ড অফ আমেরিকা (এমএলএফএ) এবং ইয়াং মুসলিম (ওয়াইএম)। 

গাজায় গণহত্যার বিষয়ে বাইডেন প্রশাসনের ভন্ডামি ও অমানবিক অবস্থানকে প্রত্যাখ্যান করতে শনিবার লাখো লাখো বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেবেন বলে আয়োজকরা আশা করছেন। এএনএসএআর এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের সকল সমর্থকদেরকে এই প্রতিবাদে আমাদের সাথে যোগ দিয়ে ফিলিস্তিনি জনগণের ন্যায় বিচারের দাবি পূরণ করার জন্য আহ্বান জানাই।

শেয়ার করুন