১০ জানুয়ারী ২০২৬, শনিবার, ০৫:৪২:০১ অপরাহ্ন


প্যারিসে নাগরিক পরিষদের আয়োজনে মেধাবী শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৫
প্যারিসে নাগরিক পরিষদের আয়োজনে মেধাবী শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা


জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে  মহান বিজয় দিবস উপলক্ষে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদ-ফ্রান্সের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মেধাবী শিক্ষার্থী ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে প্যারিসের অভিযাত এলাকা ম্যাক্সদোর্মী হলে ফ্রান্সে বসবাসকারী ব্যাপক সংখ্যক বাংলাদেশী নাগরিকের উপস্থিতে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশী নাগরিক পরিষদের সেক্রেটারি ইমরান আহমদ, সদস্যা নুসরাত উদ্দিন ও রাবেয়া আক্তার সুবর্ণার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনে বাংলাদেশী বংশদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক লেখক কলামিস্ট ডাক্তার পিনাকী ভট্টাচার্য , বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম, খন্দকার হাসাইন, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, বিশিষ্ট ব্যবসায়ী তানজীম হায়দার, সোসাল ওয়ার্কার ওবায়দুল্লাহ কয়েছ, তানভীর ওয়াদুদ,নাজনীন আক্তার,দিয়ান আশরাফ প্রমুখ ।


অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথিদের আলোচনা শেষে ফ্রান্সে বাংলাদেশী বংশদ্ভূত যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। যাদের মধ্যে ছিলেন, দিয়ান আশরাফ, বেগম জামিলা, রিতা তালুকদার, ব্রিয়ান খন্দকার , আফনান খান, ডাক্তার শাহ মারজান, সাইমা আব্দুল্লাহ, শাহ জামসেদ, ইমরান চৌধুরী ও এন কে নয়ন। 

এছাড়া ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশী বংশদ্ভূত যেসব শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন তাদের হাতেও তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। যাদের মধ্যে ছিলেন, মাসুম খান আফিফা, গাজী আজিজুল হাকিম, সাফা ইসলাম, তাহিরা জান্নাত চৌধুরী, আব্দুল মেহরিন, লিনা শাফি খন্দকার, নিদুয়া হুসাইন, হোসাইন আল জাবির, ওসিয়ান খান, রুহামা মোহাম্মদ আবুল খায়ের, রুশনি বিনতে দিনা, হুসাইন ফারাদ, আদেল আলী, সাইফ সামিহা, রিজন বড়ুয়া, জাহিন ইসলাম, আলী ইফিতারা বেগম ও সাদমান আনজুম ইসলাম।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিস শিল্পী গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা, কৌতুক ও নাটিকার মোহনীয় আয়োজন মুগ্ধ করে উপস্থিত দর্শক নারী, পুরুষ ও শিশুদের। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোহাম্মদ মাহবুব হোসাইন, আরিফুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, এনায়েত হোসেন সোহেল ফাহাদ, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন আব্দুল্লাহ আল হাসান, ইনামুল, আনোয়ার হোসাইন এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

 

শেয়ার করুন