০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৬:১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


বিএনপি উত্তরের সভায় নির্বাচন কমিশন গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
বিএনপি উত্তরের সভায় নির্বাচন কমিশন গঠন মহানগর উত্তর বিএনপির সভায় নেতৃবৃন্দ


নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা গত ৬ ফেব্রুয়রি জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্যসচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাথেন সিনিয়ার যুগ্ম-আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক এ জি এম জাহাঙ্গীর হাসাইন, ইমরান শাহ রন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, এ আর মাহবুর, বায়তুল্লাহ শাহিন, মানিক আহমদ, শাহিন চৌধুরী, আনোয়ারুল হক লেবু, যুগ্ম-সদস্যসচিব কামরুল হাসান, সদস্য শাহ কামাল উদ্দিন, শেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, লিয়াকত আলী, বাচ্চু মিয়া, জিয়াউল আহমদ জামিল, আশরাফুজ্জামান, দিলরোবা আক্তার, হামিদুল্লাহ খান রকি প্রমুখ।

সভায় আগামী ২৬ মার্চ ব্রঙ্কসে সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল করার সিন্ধান্ত নেয়া হয়।

সভায় আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিতব্য সংগঠনের কাউন্সিল অধিবেশন পরিচালনায় সিনিয়র বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী, জসিম ভূইয়া, ডা. আব্দুস সবুর, ড. নুরুল আমিন পলাশ এবং বাচ্চু মিয়াকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম।

শেয়ার করুন