১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আবারও উন্নত চিকিৎসা
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসনকে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৪
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে খন্দকার মোশাররফ হোসনকে


উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনকে।

রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের ফ্লাইট হয়রত শাহ জালাল আন্তরজাতিক বিমান বন্দর ছাড়ে বলে জানান, তার সাথে থাকা ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেন, ‘‘ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত আব্বাকে নিয়ে আমরা রওনা হয়েছি।”

‘‘ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আব্বাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি। সেখানে তার চিকিৎসার সব কিছু ঠিক করা হয়েছে। দোয়া করবেন।”

বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মারুফ।

গত বছরের ১৬ জুন দলীয় পদযাত্রার কর্মসূচিতে অংশ নেওয়ার সময়ে অসুস্থ হলে প্রথম দফায় এভারকেয়ার হাসপাতালে এবং ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেন খন্দকার মোশাররফ। দুই মাসের অধিক সময় চিকিতসা শেষে গত ৫ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিতসাধীন অবস্থায় ব্রেইন হ্যামোরেজে আক্রান্ত হন বলে তার পরিবারের সদস্যরা জানান। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার সহধর্মিনী বিলকিস আখতার হোসেনসহ দুই ছেলেসহ পরিবারের সদস্যরা একই ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছে।

শেয়ার করুন