০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬:২০:৪৭ পূর্বাহ্ন


‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’
অভিবাসনবিরোধী অভিযানে এক দিনে ১৮০ গ্রেপ্তার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
অভিবাসনবিরোধী অভিযানে এক দিনে ১৮০ গ্রেপ্তার শিকাগো সিটি তে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান


শিকাগো সিটি ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) যৌথভাবে চালু করেছে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে এ অভিযানে শত শত মানুষকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে।

ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম নিজে শিকাগোতে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই) এবং ফৌজদারি স্টকিংসহ নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত অভিবাসীদের গ্রেপ্তার করেছি। নোয়েম জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জননিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই পিছু হটবে না। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সীমান্ত টহল বিভাগের শীর্ষ কর্মকর্তা গ্রেগরি বোভিনো, যিনি এর আগে লস অ্যাঞ্জেলেসে অভিবাসন দমন অভিযানে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন। বোভিনো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে জানান, আমরা শিকাগোতে পৌঁছে গেছি। সকাল থেকেই বহু গ্রেপ্তার চলছে। এই মিশন শুধু শুরু হয়েছে।

আইসিই সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু ১৬ সেপ্টেম্বর একদিনেই প্রায় ১৮০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের ইন্ডিয়ানা ও উইসকনসিনের বিভিন্ন আটককেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে। অভিযানে আইসিই ছাড়াও মার্কিন মার্শাল সার্ভিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ) অংশ নিচ্ছে।

অভিযানের মধ্যে বিতর্কিত ঘটনাও ঘটেছে। ফ্র্যাঙ্কলিন পার্কে আইসিই এজেন্টদের গুলিতে সিলভেরিও ভিলেগাস গনজালেজ নামের এক অভিবাসী নিহত হন। আইসিই দাবি করে, ভিলেগাস গাড়ি দিয়ে এক এজেন্টকে ধাক্কা মেরে আহত করার পর এ ঘটনা ঘটে। তবে অভিবাসী অধিকারকর্মীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার অভিযানের সমালোচনা করে বলেন, ফেডারেল সরকার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা অনেক সময় শুধু গায়ের রঙ বা ভাষার কারণে মানুষকে টার্গেট করছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বিল ফস্টারও অভিযানের নিন্দা জানিয়ে বলেন, এই প্রশাসন ভয় ছড়াচ্ছে এবং পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে। অন্যদিকে ফেডারেল কর্মকর্তারা বলছেন, ইলিনয়সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ‘সাংকচুয়ারি’ নীতি কারণে স্থানীয় কর্তৃপক্ষ আইসিইর সঙ্গে সীমিত সহযোগিতা করে। ফলে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। এর ফলে পুনরায় বিপজ্জনক অপরাধীরা মুক্ত হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

শিকাগোতে চলমান ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক নতুনভাবে উসকে দিয়েছে। একদিকে প্রশাসন দাবি করছে এটি জননিরাপত্তা রক্ষার পদক্ষেপ, অন্যদিকে স্থানীয় নেতারা ও অভিবাসী অধিকারকর্মীরা বলছেন এটি ভয় ছড়িয়ে পরিবার ও সম্প্রদায়কে অস্থিতিশীল করছে। অভিযানের অগ্রগতি-বিশেষ করে এই সপ্তাহেই ১৮০ জনসহ মোট ৩৫০ জনের গ্রেপ্তার-শিকাগোর অভিবাসী সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

শেয়ার করুন