১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৩১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


প্রসঙ্গ ভারতীয় পণ্য বর্জন
খন্দকার সালেক
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
প্রসঙ্গ ভারতীয় পণ্য বর্জন ভারতের পেঁয়াজ


পূর্ব-পশ্চিম, উত্তর (২.৮৫) দিকে বাংলাদেশ ভারত পরিবেষ্টিত বাংলাদেশ ভারতের সক্রিয় সমর্থনে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবে বাংলাদেশ এখন সর্বোতভাবে ভারত নির্ভর। চাল, ডাল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুনসহ সব প্রকার পণ্য ভারত থেকে আমদানি করতে হয় যদিও দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হচ্ছে সবকিছু। 

বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। শুধু কৃষিপণ্য কেন এখন ভারত বাংলাদেশ পেট্রোলিয়ামজাত দ্রব্য, বিদ্যুৎ রফতানি করে অচিরে হয়তো পাইপলাইন দিয়ে ভারত থেকে গ্যাস আমদানি করতে হবে। বাংলাদেশ কিন্তু সৎ প্রতিবেশীর মতো বাংলাদেশে ভারতবিরোধী জঙ্গিদের দমন করেছে। আঞ্চলিক সংযোগের সব বন্ধ দুয়ার খুলে দিয়েছে। অথচ তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বণ্টন ঝুলে আছে। অনেকের মতে ভারতের পরোক্ষ প্রভাবে কয়লা তোলেনি বাংলাদেশ, সাগরে গ্যাস অনুসন্ধান একই কারণে পিছিয়ে আছে। বাংলাদেশিরা কারণে-অকারণে ভারত থেকেই চিকিৎসাসেবা নিচ্ছে। 

এহেন অবস্থায় নিজেদের স্বার্থরক্ষার কারণেই ভারত তাদের স্বার্থ সংরক্ষণকারী সরকারকে সমর্থন দেবে সেটি স্বাভাবিক। তবে বাংলাদেশিদের উচিত নিজেদের দেশে পণ্য উৎপাদন বাড়িয়ে এবং ক্ষেত্রবিশেষে কৃচ্ছ্রসাধন করে ভারতনির্ভরতা কমানো। এভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভারতের পণ্য বর্জন আন্দোলন কার্যকর হবে না, বরং হিতে বিপরীত হবে।

অনেকেই আছেন বাহ্যিকভাবে ভারতবিরোধী কথা বললেও অন্তরে ভারতের স্বার্থ সংরক্ষণকারী। ভৌগোলিক কারণে বাংলাদেশের ভারতনির্ভরতা ছাড়া গতি নেই। তবে বাংলাদেশকে কৌশলে চীন, জাপান, রাশিয়া, কোরিয়া,পশ্চিম ইউরোপ, যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী করতে হবে। 

সরকার সবকিছু করবে না। জনগণকে সচেতন এবং কৌঁসুলি হতে হবে। মেধাবী তরুণ সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

শেয়ার করুন