১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টির সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টির সভা যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির স্মরণসভায় নেতৃবৃন্দ


জ্যাকসন হাইটস্থ প্রিমিয়াম রেস্টুরেন্টে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা, সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর আবদুল মোতালেব, সদস্য হাসান আলী প্রমুখ।

সভার শুরুতে বাবলুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ করানো হয় এবং পরিবারের প্রতি সমাবেদনা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউদ্দিন বাবলু ছিলেন একজন গুণী রাজনৈতিক। তিনি জাতীয় পার্টির মহাসচিব থাকার সময় বাংলাদেশের প্রতিটি গ্রামে, উপজেলা মহানগর কমিটি সুসসংগঠিত করে দলকে উজ্জীবিত করেছিলেন। আজ জাতীয় পার্টির এই সময় জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অতি প্রয়োজন ছিল।

শেয়ার করুন