০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন
বদরুল-মঈনুল পরিষদের বিরামহীন প্রচারণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
বদরুল-মঈনুল পরিষদের বিরামহীন প্রচারণা নিউজার্সিতে বদরুল-মঈনুল পরিষদের সভা


প্রবাসের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ৫ জুন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র ফাইনাল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কুইন্সের এনটিভি ভবন, ওজন পার্কের দেশি সেন্টার, ব্রঙ্কসের নবান্ন রেস্টুরেন্ট, নিউজার্সির ফারম্যান হল এবং পিলাপেলফিয়ার আল সামস রেস্টুরেন্ট। এবারের নির্বাচনে একটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। এই প্যানেল হচ্ছে বদরুল-মঈনুল প্যানেল। এই প্যানেলের ১৪ জন প্রার্থী কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। বাকি ৫টি পদে সারাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি হিসাবে রয়েছেন বদরুল হোসেন খান, মাসুদুল হক ছানু, সাধারণ সম্পাদক পদে মঈনুল ইসলাম, সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলিম, মিসবাহ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে ইফজাল চৌধুরী এবং সাহিদুল হক রাসেল।

নির্বাচনকে কেন্দ্র বদরুল-মঈনুল প্যানেল বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তারা কয়েকটি করে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে বদরুল-মঈনুল প্যানেলের সভা বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজন পার্কে অনুষ্ঠিত হয়। এই প্যানেলের পক্ষ থেকে নিউজার্সির প্যাটারসনে, ফিলাডেলপিয়ায় সভা করা হয়। এসব সভায় ব্যাপকসংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। প্রতিটি সভা থেকেই বদরুল-মঈনুল প্যানেলের ৫ জন প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের সেরা প্যানেল হচ্ছে বদরুল-মঈনুল প্যানেল। এই প্যানেলের কোন বিকল্প নেই। তারা আরো বলেন, অতীতে অনেক কমিটি জালালাবাদবাসীর প্রাণের দাবি জালালাবাদ ভবনের প্রতিশ্রুতি দিলেও কোনো কমিটিই ভবন উপহার দিতে পারেনি। কিন্তু বদরুল-মঈনুল প্যানেল নির্বাচিত হলে জালালাবাদবাসীর স্বপ্ন পূরণ হবে। যে কারণে বদরুল-মঈনুল প্যানেলকে ভোট দিতে হবে। তারা আরো বলেন, ইতিমধ্যে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বদরুল-মঈনুল প্যানেলের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারেই নির্বাচনী তৈরি পার হবে বদরুল-মঈনুল প্যানেলের।

শেয়ার করুন